শিবলিঙ্গ–মন্দির নিয়ে বিতর্কে ভাগবতের কড়া বার্তা

RSS Chief Mohan Bhagwat Makes First Visit to Manipur Since 2023 Ethnic Clashes
RSS Chief Mohan Bhagwat Makes First Visit to Manipur Since 2023 Ethnic Clashes

আরএসএস–এর প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) বৃহস্পতিবার এক প্রশ্নোত্তর সভায় দেশের রাজনৈতিক ও সামাজিক নানা প্রসঙ্গে খোলামেলা মত প্রকাশ করেন। তাঁর বক্তব্যে একদিকে যেমন ইসলামের প্রতি সহনশীল ও ইতিবাচক মনোভাব প্রকাশ পায়, তেমনই আরএসএস ও বিজেপির মধ্যে সম্পর্ক নিয়ে চলা জল্পনাও তিনি উড়িয়ে দেন।

ভাগবত (Mohan Bhagwat) বলেন, “ভারতে ইসলাম সবসময় থাকবে। এই ভূমি তারও, এখানে তারও অধিকার আছে।” তাঁর এই বক্তব্যকে রাজনৈতিক মহল ‘আরএসএস–এর নরম মুখোশ’ বলে দেখলেও, সাধারণ মানুষের কাছে এটি নতুন বার্তা। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, আরএসএস ও বিজেপির মধ্যে কোনো মতপার্থক্য বা ভাঙন নেই। “আরএসএস জানে কীভাবে শাখা চালাতে হয়, আর বিজেপি জানে কীভাবে সরকার চালাতে হয়। আমরা একে অপরকে কেবল পরামর্শ দিই, নির্দেশ দিই না।”

   

দুই ঘণ্টা অর্ধেকের দীর্ঘ আলোচনায় ভাগবতকে নানা প্রশ্ন করা হয়— মনুস্মৃতি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), শুল্কনীতি থেকে জাতপাত, শিক্ষা, দেশপ্রেম, জাতীয় ভাষা, দেশভাগ, অবৈধ অনুপ্রবেশ, মুসলিমদের ওপর হামলা— প্রায় সব বিষয়েই তিনি মত দেন।

সবচেয়ে আলোচিত বিষয় ছিল রাজনীতিতে অবসরের বয়স। সম্প্রতি জল্পনা উঠেছিল যে, ভাগবত নাকি ইঙ্গিত দিয়েছেন ৭৫ বছর পেরোলেই রাজনীতিকদের অবসর নেওয়া উচিত। কারণ আগামী সেপ্টেম্বর মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভাগবত দু’জনেরই বয়স ৭৫ হতে চলেছে। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানালেন, “আমি কখনো বলিনি যে আমি বা অন্য কেউ ৭৫ বছর বয়সে অবসর নেব। এই ধরনের দাবি একেবারেই ভিত্তিহীন।”

আখণ্ড ভারতের প্রসঙ্গেও তিনি দৃঢ় অবস্থান নেন। তাঁর মতে, আখণ্ড ভারত একটি “অপরিবর্তনীয় বাস্তবতা।” অর্থাৎ ভৌগোলিক বা রাজনৈতিক সীমারেখা যাই হোক না কেন, ভারতবর্ষের সাংস্কৃতিক ঐক্যকে বিভক্ত করা সম্ভব নয়।

ভাগবতের (Mohan Bhagwat) এই বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা গেল, আরএসএস নিজেদের আধুনিক ও সহনশীল ভাবমূর্তি তুলে ধরতে চাইছে। একদিকে মুসলিম সম্প্রদায়কে আস্থা দেওয়া, অন্যদিকে বিজেপির সঙ্গে দ্বন্দ্বের গুজব খারিজ করা— দুই দিকেই রাজনৈতিক বার্তা স্পষ্ট।

সর্বোপরি, তিনি শিক্ষাব্যবস্থা, প্রযুক্তি ও দেশপ্রেম নিয়েও মত দেন। তাঁর মতে, “দেশপ্রেম মানে কেবল স্লোগান নয়, সমাজের সব স্তরে দায়িত্ববোধ তৈরি করা।” আর AI ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে।

ভাগবতের বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, আরএসএস–এর ভবিষ্যৎ কৌশলেরও ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন