HomeBharatMughal history: পড়ুয়াদের মুঘল ইতিহাস পড়ানো বাতিল করল বিজেপি সরকার

Mughal history: পড়ুয়াদের মুঘল ইতিহাস পড়ানো বাতিল করল বিজেপি সরকার

মুঘল শাসনের কথা ছাড়া দেশের ইতিহাস অসম্পূর্ণ বলে অভিমত শিক্ষাবিদদের।

- Advertisement -

NCERT (ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং) পাঠ্যক্রম মেনে চলা উত্তরপ্রদেশ বোর্ডের স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা আর মুঘল ইতিহাস (Mughal History) অধ্যয়ন করবে না। এনসিইআরটি  ইতিহাসের পাঠ্যক্রম থেকে মুঘল সাম্রাজ্য সম্পর্কিত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • বিতর্কিত সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের
  • মুঘল শাসনের ইতিহাস না পড়ানোর পিছনে ধর্মীয় বিজেপির হিন্দুত্ববাদী চিন্তা বলে অভিযোগ
  • মুঘল শাসনের কথা ছাড়া দেশের ইতিহাস অসম্পূর্ণ বলে অভিমত শিক্ষাবিদদের

ইউপি বোর্ডের আধিকারিকদের মতে, রাজ্য সরকার আসন্ন শিক্ষাবর্ষে সংশোধিত পাঠ্যক্রম অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে মুঘল দরবার সম্পর্কিত অধ্যায়, আকবরনামা (একটি বই আকবরের রাজত্বকাল বর্ণনা করে, তৃতীয় মুঘল সম্রাট তার দরবারের ইতিহাসবিদ আবুল ফজল লিখেছেন), বাদশাহনামা (এই বইটি মুঘল রাজার শাসনামলে আবদুল হামিদ লাহোরি লিখেছেন। শাহজাহান)সহ আরও কিছু অধ্যায় বাদ পড়েছে।

   

আর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ইতিহাসের বই ইসলামি সাংস্কৃতিক মতো অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular