অসম বিধানসভায় জুম্মার নামাজে বিরতিতে না! হিমন্তের সিদ্ধান্তে তুমুল বিতর্ক

গুয়াহাটি: বিজেপি শাসিত অসমে জুম্মার নামাজ নিয়ে কড়া পদক্ষেপ৷ এবার থেকে আর বিধানসভার অধিবেশনে জুম্মার নমাজ পাঠের জন্য প্রচলিত দু’ঘণ্টার বিরতি মিলবে না। শুক্রবারই এই…

অসম বিধানসভায় জুম্মার নামাজে বিরতিতে না! হিমন্তের সিদ্ধান্তে তুমুল বিতর্ক

গুয়াহাটি: বিজেপি শাসিত অসমে জুম্মার নামাজ নিয়ে কড়া পদক্ষেপ৷ এবার থেকে আর বিধানসভার অধিবেশনে জুম্মার নমাজ পাঠের জন্য প্রচলিত দু’ঘণ্টার বিরতি মিলবে না। শুক্রবারই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গত অগাস্ট মাসে পাশ হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ ফুকন।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিষয়টি নিয়ে আগেই এক পোস্টে জানিয়েছিলেন, ‘‘আমরা কাজকে অগ্রাধিকার দিতে চাই, তাই অসম বিধানসভায় জুম্মার নমাজের জন্য দু’ঘণ্টার বিরতির প্রথা তুলে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ঔপনিবেশিকতার আরেকটি চিহ্ন মুছে ফেলা হল।’’ তিনি আরও উল্লেখ করেন, ১৯৩৭ সালে মুসলিম লিগ নেতা সৈয়দ সাদউল্লা এই প্রথা চালু করেছিলেন, যা আজ থেকে বাতিল হল।

   

হিমন্ত বিশ্বশর্মা এই ‘ঐতিহাসিক পদক্ষেপে’ সহায়তার জন্য অসম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দইমারি এবং শাসক শিবিরের অন্যান্য বিধায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত এপ্রিল মাসে বিধানসভার স্পিকার সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন, যাতে বিভিন্ন দলের বিধায়কদের অন্তর্ভুক্ত করা হয়। ওই কমিটি পরবর্তী কয়েকটি বৈঠকে ব্রিটিশ আমলের এই প্রথা তুলে দেওয়ার বিষয়ে একমত হয়।

Advertisements

এদিকে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে এআইইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘‘সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ তাঁর দাবি, এই সিদ্ধান্তের ফলে অসম বিধানসভার প্রায় ৩০ জন মুসলিম বিধায়ক সমস্যায় পড়বেন।

অন্যদিকে, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া কংগ্রেসের পক্ষ থেকে দাবি করেছেন, মুসলিম বিধায়কদের জন্য বিধানসভার কাছাকাছি নমাজ পড়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হোক।

এভাবে, আজ থেকে অসম বিধানসভার প্রায় ন’দশক পুরনো এই প্রথার অবসান ঘটানোর ফলে রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।