‘১০ বছরে প্রথম কোনও বিদেশি ইন্ধন নেই’! বাজেট অধিবেশনের আগে কাদের নিশানা মোদীর?

নয়াদিল্লি: আজ, শুক্রবার তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বাজেট পেশের আগের দিন সংসদভবনে ঢোকার আগে বিরোধীদের উদ্দেশে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, ‘‘গত ১০ বছরে এই প্রথম বাজেট অধিবেশনে কোনও বিদেশি ইন্ধন নেই।’’ তাঁর কথায়, প্রতিবারই বাজেটের আগে বিদেশ থেকে কোনও না কোনও ভাবে ইন্ধন দেওয়ার চেষ্টা হয়। আর এখান থেকে কিছু মানুষ সেই ইন্ধনে মদত দেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই ধরনের মন্তব্য করে বিরোধীদেরই নিশানা করেছেন প্রধানমন্ত্রী।

অধিবেশনের শুরুতেই মোদী বলেন, ‘‘১০ বছর ধরে দেখছি। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত যত বার বাজেট অধিবেশন হয়েছে, তার ঠিক আগে বিদেশ থেকে নানা রকম ভাবে ইন্ধন জোগানোর চেষ্টা চলেছে। কিন্তু এই প্রথম বার এই রকম কোনও চেষ্টা চোখে পড়ল না।’’ সেই সঙ্গে এ বারের বাজেট অধিবেশনের লক্ষ্য সম্পর্কেও স্পষ্ট করে দেন মোদী৷ তিনি বলেন, ২০৪৭ সালে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে এবারের বাজেট তৈরি করা হয়েছে৷ যা আত্মবিশ্বাসের জন্ম দেবে। বিরোধীদের কাছে অনুরোধ, তাঁরা যেন সুষ্ঠু ভাবে অধিবেশন এগিয়ে নিয়ে যান। তাঁর কথায়, ‘‘আশা করে এই বাজেট অধিবেশন এক নতুন আশা, নতুন সঙ্কল্প নিয়ে শুরু করব।’’

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন