আপাতত গ্রেফতার নয়, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে রক্ষাকবচ হাইকোর্টের

যৌন নিগ্রহ মামলায় ১৭ জুন, পরবর্তী শুনানির আগে পর্যন্ত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে গ্রেফতার করা যাবে না। শুক্রবার এই নির্দেশ দিয়েছে কর্ণাটক হাইকোর্ট।…

No arrest for BS Yediyurappa before June 17 hearing ordr by Karnataka High Court

যৌন নিগ্রহ মামলায় ১৭ জুন, পরবর্তী শুনানির আগে পর্যন্ত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে গ্রেফতার করা যাবে না। শুক্রবার এই নির্দেশ দিয়েছে কর্ণাটক হাইকোর্ট।

এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। তদন্তের প্রয়োজনে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন সে রাজ্যের কংগ্রেস পরিচালিত সরকারের পুলিশমন্ত্রী জি পরমেশ্বর। তারপর থেকেই ওই বিজেপি নেতার গ্রেফতারি নিয়ে জল্পনা বাড়তে থাকে।

   

টিকিটের দরকার নেই, ভারতে একমাত্র এই ট্রেনেই যাত্রীদের যাতায়াত পুরোপুরি ফ্রি

মার্চের গোড়ায় ১৭ বছরের ওই নাবালিকা এবং তার মায়ের অভিযোগের ভিত্তিতে ৮৫ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছিল বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পরে ঘটনার তদন্তের জন্য ‘সিট’ গঠন করা হয়।

পুলিশ সূত্রে খবর, গত ২ ফেব্রুয়ারি ওই নাবালিকা এবং তার মা একটি প্রতারণার মামলায় সহায়তা চাইতে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন। সে সময়ই যৌন নিগ্রহের ঘটনা ঘটে বলে অভিযোগ। চলতি সপ্তাহেই তদন্তের প্রয়োজনে প্রবীণ বিজেপি নেতাকে তলব করেছিল সিট। কিন্তু তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে চিঠি পাঠান।

পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী নাবালিকার অভিযোগ খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করেন।

উপনির্বাচনের আগেই তৃণমূলের কাছে ‘হেরে ভূত’ বিজেপি!