পাটনা: ভোটমুখী বিহারে নির্বাচনী প্রচারে বিজেপি সুপ্রিমোদের মুখে শোনা গিয়েছে সন্ত্রাসের (Terrorism) বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর আস্ফালন। সোমবার সীতামারির জনসভায় দাঁড়িয়ে একবার ফের সন্ত্রাস নিয়ে কংগ্রেসকে তুলোধোনা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
তিনি বলেন, “কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন জঙ্গিদের বিরিয়ানি খাওয়ানো হত! সন্ত্রাসের (Terrorism) বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপই নেয়নি কংগ্রেস। কিন্তু গত ১১ বছরে সন্ত্রাস দমনে নরেন্দ্র মোদী নজির গড়েছেন!” তিনি আরও বলেন, “উরি হোক বা পুলওয়ামা, পহেলগাম, নরেন্দ্র মোদী (Narendra Modi) ক্ষমতায় আসার পর থেকে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ারস্ট্রাইক, অপারেশন সিঁদুরে পাকিস্তানের ঢুকে জঙ্গিদের খতম করা হয়েছে। দেশকে সুরক্ষিত করেছেন নরেন্দ্র মোদী”।
“বিহার নকশাল মুক্ত”
প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ, ২০২৬-এর মধ্যে দেশ থেকে নকশাল নির্মূল করার নিদান দিয়েছেন অমিত শাহ (Amit Shah)। নিরাপত্তাবাহিনীর অভিযান এবং সরকারি পুনর্বাসন নীতিতে আকৃষ্ট হয়ে ইতিমধ্যেই বিপুল সংখ্যক মাওবাদী (Maoists) আত্মসমর্পণ করেছেন।নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণও হারিয়েছেন বহু নকশাল ক্যাডার।
এদিনের জনসভাতেও সেই প্রসঙ্গ তুলে ধরেন অমিত শাহ। পাশাপাশি, কংগ্রেসকে (Congress) দোষারোপ করে বলেন, “কংগ্রেসের শাসনামলে বিহারের বহু জায়গা নকশাল (Naxals) অধ্যুষিত ছিল। উন্নয়নের সামান্য আলোটুকুও সেখানে পৌঁছোতে পারেনি। আগে বেলা ৩ টের মধ্যে বিহারে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ করে ফেলতে হত। কিন্তু এই প্রথমবার বিহারে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিহার সম্পূর্ণ নকশালমুক্ত।”
প্রসঙ্গত, সীতামারিতে আরজেডির সুনীল কুমারের বিপরীতে জেডিইউ প্রার্থী সুনীল কুমার পিন্টুকে ভোটে দাঁড় করিয়েছে এনডিএ। ২৪৩ টি বিধানসভা আসনে দুই দফায় ভোটগ্রহণ হবে ৬ এবং ১১ নভেম্বর। যার ফলাফল ঘোষিত হবে ১৪ নভেম্বর।


