HomeBharatনীতিশের প্রথম প্রার্থী তালিকায় ৪ 'বাহুবলী', নেই কোনও সংখ্যালঘু!

নীতিশের প্রথম প্রার্থী তালিকায় ৪ ‘বাহুবলী’, নেই কোনও সংখ্যালঘু!

- Advertisement -

পাটনা: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) NDA-এর আসন সংখ্যা ভাগাভাগির পর প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল শাসকদল জেডিইউ (JDU)। বুধবার ঘোষিত প্রথম প্রার্থী তালিকায় ৫৭ জনের নাম ঘোষণা করেছে নীতিশের (Nitish Kumar) দল। যার মধ্যে ৪ জন ‘বাহুবলী’ প্রার্থী থাকলেও নেই কোনও মুসলিম নাম।

নিজের ৬ জন মন্ত্রী এবং ১৮ জন বিধায়ককে ২০২৫ বিধানসভা নির্বাচনে ফের ময়দানে নামাতে চলেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাঁর ৪ জন ‘বাহুবলী’ প্রার্থীদের মধ্যে রয়েছেন মাঝি বিধানসভা কেন্দ্র থেকে প্রভুনাথ সিং-এর ছেলে রণধীর দিং, যিনি আরজেডি (RJD) ছেড়ে জনতা দলে যোগ দিয়েছিলেন। লালু যাদবের আমলের ‘দাপুটে’ নেতা প্রভুনাথের রাজনৈতিক প্রভাব সুপরিচিত।

   

বর্ষীয়ান প্রাক্তন আরজেডি সাংসদ প্রভুনাথের ছাপড়া জোড়া-খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। পাশাপাশি অনন্ত সিং-ও আরজেডি ছেড়েই নীতিশের দলে যোগদান করেছিলেন। ২০২০ সালে আরজেডি থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর ২০২৪-এ ‘মত বদলিয়ে’ জেডিইউ-তে যোগ দেন তিনি। আসন্ন নির্বাচনে মোকামা আসন থেকে তাঁকে লড়াতে চলেছেন জেডিইউ সুপ্রিমো। এছাড়াও ধুমল সিংকে একমা আসন এবং কুচাইকোট আসন থেকে অমরেন্দ্র পান্ডেকে টিকিট দেওয়া হয়েছে।

10 জন দলিত এবং ৬ ভূমিহারদের দেওয়া হয়েছে টিকিট

প্রথম তালিকায় ১০ জন তফসিলি জাতির প্রার্থী এবং ভূমিহার সম্প্রদায়ের ছয়জন প্রার্থীকে টিকিট দিয়েছে জেডিইউ। ওই ৬ জনের মধ্যে রয়েছেন বিজয় কুমার চৌধুরী, অনন্ত সিং, পুষ্পঞ্জয়, অজিত কুমার, রাজকুমার সিং এবং ধুমল সিং।

অন্যদিকে, দলিত/তফসিলি জাতি থেকে টিকিট পেয়েছেন সিংহেশ্বর কেন্দ্র থেকে রমেশ ঋষিদেব, সোনবর্ষা থেকে রত্নেশ সাদা, কুশেশ্বরস্থান থেকে আতিরেক কুমার, সাকরা বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন আদিত্য কুমার।

সেইসঙ্গে কান্তিভোরো থেকে সুনীল কুমার, রাজাপাকার থেকে মহেন্দ্র রাম, কল্যাণপুর থেকে মহেশ্বর হাজারী, আলোলি থেকে রামচন্দ্র সাদা, রাজগীর থেকে কৌশল কিশোর, ফুলওয়ারি থেকে শ্যাম রাজাক, মাসৌরি থেকে অরুণ মাঞ্জি এবং রাজপুর থেকে সন্তোষ কুমার টিকিট পেয়েছেন।

সংখ্যালঘুদের থেকে মুখ ফেরালেন নীতিশ?

২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে NDA-এর ৪ টি দলের মধ্যে নীতিশ (Nitish Kumar) ছাড়া অন্য কেউ মুসলিমদের টিকিট দেয়নি। গত নির্বাচনে ১১ জন মুসলিম প্রার্থীকে টিকিট দিয়েছিল জেডিইউ। কিন্তু ওই ১১ টি আসনেই হারের মুখ দেখেন নিটিশ কুমার।

যদিও নির্বাচনের পর, নীতিশ কুমার বিএসপি থেকে জয়ী জামা খানকে জেডিইউতে অন্তর্ভুক্ত করেন এবং তাকে মন্ত্রিসভায় স্থান দেন। কিন্তু এবারের নির্বাচনের প্রথম তালিকায় জামা খানের নাম দেননি নীতিশ। অবশ্য এখনও চেইনপুর আসনের জন্য প্রার্থী ঘোষণা করেনি জেডিইউ।

তবে নীতিশের প্রথম প্রার্থী তালিকায় কোনও মুসলিম (Minorities) নাম না থাকায় বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গত নির্বাচনে, ৭৬ শতাংশ মুসলিম ভোট গিয়েছিল মহাজোটের ঘরে। পাশাপাশি, GDSF জোটের কাছে গেছিল ১১ শতাংশ ভোট। যার মধ্যে আসাদউদ্দিনের AIMIM-ও ছিল। অন্যদিকে এনডিএ-র খাতায় ছিল ১৩ শতাংশ মুসলিম ভোট, কিন্তু জেডিইউ থেকে একজনও মুসলিম জিততে পারেননি।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular