বিহার নির্বাচনে নীতিশের অস্ত্র “নারীশক্তি”! কোন পথে বিরোধীরা?

পাটনা: মঙ্গলবার বিহারের সমবায় সমতির অনুষ্ঠানে ‘ভার্চুয়ালি’ উপস্থিত হয়ে মায়ের অপমানের জবাব দিতে গিয়ে একসময় প্রায় গলা বুজে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সঙ্গে চোখের কোনায়…

বিহার নির্বাচনে নীতিশের অস্ত্র "নারীশক্তি"! কোন পথে বিরোধীরা?

পাটনা: মঙ্গলবার বিহারের সমবায় সমতির অনুষ্ঠানে ‘ভার্চুয়ালি’ উপস্থিত হয়ে মায়ের অপমানের জবাব দিতে গিয়ে একসময় প্রায় গলা বুজে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সঙ্গে চোখের কোনায় জল। অনুষ্ঠানে প্রায় ২০ লক্ষ মহিলা উপস্থিত থাকায় সেটিকেই ক্ষোভ জানানোর মঞ্চ হিসেবে বেছে নেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেইসঙ্গে বলেন, বিহারের নারী শক্তি কোনদিন এই অপমান মেনে নেবে না!

বিহারের ভোটার অধিকার মঞ্চে এক যুবকের প্রধানমন্ত্রীর মায়ের নামে কু-মন্তব্য করা নিয়ে বিগত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন শহরে বিজেপি কর্মী-সমর্থকদের ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল, আসন্ন নির্বাচনে বিহারে ঠিক কোন পথে হাঁটবে এনডিএ (NDA)। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এনডিএ যে নারীশক্তিকেই নির্বাচনের মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করতে চলেছে, গতকাল নরেন্দ্র মোদীর বক্তব্যের পর তা আরও স্পষ্ট হয়ে গিয়েছে।

   

উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে কোনও রাজনৈতিক দলের হার-জিত কেবলমাত্র রাজনৈতিক মিছিল, ইস্তেহার এবং সমাজমাধ্যমের ভাইরাল পোস্টের উপর নির্ভর করে না, বললে হয়ত খুব ভুল হবে না। বরং, দৈনন্দিন কাজে ব্যস্ত ঘরের এক কোণায় উনুনের পাশে দিনভর কাটিয়ে দেওয়া সেইসব ভোটার, যারা পুরুষদের মত চায়ের দোকানের রাজনৈতিক ‘কচকচিতে’ অংশগ্রহণ না করলেও নির্বাচনের ফলাফলের সমস্ত হিসেব-নিকেশ কার্যত উল্টে দেওয়ার ক্ষমতা রাখে।

Advertisements

বলা বাহুল্য, নির্বাচনের হার-জিতের একটা বড় অংশ নির্ভর করে মহিলা ভোটারদের উপর। আর একথা বলা বাহুল্য, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তা খুব ভালোভাবে বোঝেন। ক্ষমতায় টিকে থাকতে “মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা”র আওতায় মহিলাদের জন্য ১০ হাজার টাকার প্রতিশ্রুতি তারই প্রমাণ। দরিদ্র মহিলাদের হাতে টাকা থাকলে পুরুষতান্ত্রিক সমাজে তাঁদের শিরদাঁড়ার জোড় বাড়ে। আর সেই টাকা যদি হয় সরকারি প্রকল্পের অনুদান, তাহলে স্বাভাবিকভাবেই সেই রাজনৈতিক দলের উপর তাঁদের আস্থা বাড়ে। পশ্চিমবঙ্গও তাঁর উল্লেখযোগ্য উদাহরণ।

অন্যদিকে, একই ভাবে মহিলা ভোটারদের ‘মন জয়’ করতে চেষ্টা চালাচ্ছে প্রধান বিরোধী দল আরজেডি (RJD) । মাই বেহেন মান যোজনার আওতায় প্রতি মহিলাকে মাসিক ২৫০০ এবং বিধবা, বৃদ্ধা এবং বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য মাসিক ১৫০০ টাকা ভাটা দেওয়ার প্রতিশ্রুতি করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সেইসঙ্গে মাত্র ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডারের সাবসিডি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। অর্থাৎ, অক্টোবর-নভেম্বরের বিধানসভা নির্বাচনের পাশা পাল্টে দেওয়ার ‘খেলোয়াড়দের’ তুষ্ট করতে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী।