এবার ‘স্থির’ নীতীশ! মোদীর সঙ্গে আলোচনায় দিলেন স্পষ্ট বার্তা

দীর্ঘ প্রায় এক দশকে অন্তত চার বার জোট পাল্টানোর পর অবশেষে আবারও বিজেপির পাশে থাকার অঙ্গীকার করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) । এ…

Nitish Tells Modi He’s Staying Put, Says JDU Colleagues Pushed Him to Switch Sides

দীর্ঘ প্রায় এক দশকে অন্তত চার বার জোট পাল্টানোর পর অবশেষে আবারও বিজেপির পাশে থাকার অঙ্গীকার করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) । এ বছরের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি সাফ জানালেন, জেডিইউ-বিজেপি জোট এবার স্থায়ী। সোমবার পাটনায় এক অনুষ্ঠানে তিনি হালকা মেজাজে এ কথা বলেন।

নীতীশ কুমারের(Nitish Kumar) রাজনৈতিক জীবন বিহারে বরাবরই অস্থিরতা আর সমীকরণের পরিবর্তনের জন্য আলোচনায় থাকে। ২০০৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিহারে সরকার গড়েছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নানা সময়ে সেই জোট ভেঙেছে এবং নতুন নতুন সমীকরণ গড়েছে। একবার রাজনীতির চাপে, আরেকবার দলের অভ্যন্তরীণ নেতাদের তাগিদে তিনি আরজেডি-কংগ্রেসের জোটে গিয়েছেন। আবার সেখানে অস্বস্তি বোধ করে ফিরেছেন বিজেপির শিবিরে।

   

সোমবারের সভায় নীতীশ কুমার রসিকতার সুরে বলেন, ‘‘আমি এক-দু’বার অন্য দিকে গিয়েছিলাম… কিন্তু সেটা এখন অতীত। আমি আর কখনও সেখানে যাব না।’’ তিনি দাবি করেন, ‘‘আমি কখনওই ওসব লোকেদের সঙ্গে আরামবোধ করতে পারিনি।’’ অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ‘লালন’-এর দিকে ইঙ্গিত করেই নীতীশ বলেন, ‘‘আমার নিজের দলের কিছু নেতার তাগিদেই আমি অন্য দিকে গিয়েছিলাম।’’

Advertisements

নীতীশ কুমার আরও বলেন, ‘‘আমি আরজেডি-কংগ্রেস জোটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে ভুল করেছি। ওরা তখন নানা কূটকৌশলে লিপ্ত ছিল। আমি ওদের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করিনি। তাই আবার ফিরে এসেছি বিজেপির কাছে। এবার আর যাব না।’’ বিহারের রাজনীতিতে নীতীশ কুমারের এই ঘোষণার রাজনৈতিক গুরুত্ব অনেক। প্রথমত, এ বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। দ্বিতীয়ত, বিজেপির সঙ্গে তাঁর পুরনো জোটকেই এবার তিনি নতুন করে মজবুত করার চেষ্টা করছেন। বিশেষ করে, নীতীশ কুমার ৭৪ বছরে পা দিয়েও এখনও মুখ্যমন্ত্রীর আসনে বসে থাকতে চান। আর সেই লক্ষ্যেই মোদীর প্রতি তাঁর এই ‘নিষ্ঠার’ বার্তা।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নীতীশ কুমারের এ ধরনের ঘোষণা নতুন নয়। অতীতে তিনি একাধিকবার বিজেপির পাশে থেকেও হঠাৎ করেই সরে গেছেন। তাই তাঁর এই অঙ্গীকার কতটা স্থায়ী হবে, সেটাই এখন দেখার। তৃণমূল, কংগ্রেস কিংবা আরজেডির নেতারাও কটাক্ষ করে বলছেন, ‘‘নীতীশ কুমারের কথা বিশ্বাসযোগ্য নয়। সময় এলেই তিনি আবার জোট বদল করবেন।’’