লক্ষ্মীবারে শপথ নতুন এনডিএ সরকারের! নীতিশই কি ফের মুখ্যমন্ত্রী? জল্পনা তুঙ্গে

Nitish Kumar to be sworn in as Bihar CM

পাটনা: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র ঝড়ো জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে। আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। তবে প্রশ্ন এখন একটাই- নীতিশ কুমার কি ফের মুখ্যমন্ত্রীর পদে ফিরে আসছেন? দশমবারের মতো তাঁর শপথ নেওয়ার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথগ্রহণে উপস্থিত থাকবেন বলেই ইঙ্গিত মিলেছে। নির্বাচনী প্রচারের সময় তিনি একাধিক সভা থেকে বলেছিলেন—“নতুন এনডিএ সরকারের শপথে আমি নিজে থাকব।”

   

শেষ মন্ত্রিসভা বৈঠকের পর গভর্নরের কাছে পদত্যাগ

এর মধ্যেই নীতিশ কুমার সোমবার দুপুরে নিজের শেষ মন্ত্রিসভা বৈঠকে বসবেন। সেখানে মন্ত্রিসভা বিলুপ্তির প্রস্তাব পাশ হওয়ার পর তিনি গভর্নর আরিফ মহম্মদ খানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
জেডিইউ সূত্র জানিয়েছে, বিধানসভা ভঙ্গ ও নতুন সরকার গঠনের পথ খুলতে নিতীশকেই গভর্নরের সঙ্গে আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে ‘অধিকৃত’ করা হচ্ছে।

এনডিএ-র একচ্ছত্র দাপট: ২০২ আসনে জয় Nitish Kumar to be sworn in as Bihar CM

এই নির্বাচনে এনডিএ যে নজিরবিহীন দাপট দেখিয়েছে, তা সংখ্যাতেই স্পষ্ট।
২৪৩ সদস্যের বিধানসভায় এনডিএ পেয়েছে ২০২টি আসন—

  • বিজেপি ৮৯
  • জেডিইউ ৮৫
  • এলজেপি(আরভি) ১৯
  • হাম ও আরএলএম মিলিয়ে ৯

মুখ্য নির্বাচনী অফিসার বিনোদ সিংহ গুঞ্জিয়াল ইতিমধ্যেই নবনির্বাচিত বিধায়কদের তালিকা গভর্নরের হাতে তুলে দিয়েছেন। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া।

জেডিইউ-র দাবি, ‘আমাদের প্রতিনিধিত্ব আরও বাড়ানো হোক’

জেডিইউ-র শীর্ষ মহলের বক্তব্য, গত সরকারের তুলনায় এবার মন্ত্রিসভায় তাদের প্রতিনিধিত্ব বাড়তেই হবে।
২০২০-তে যেখানে দলের বিধায়ক সংখ্যা ছিল ৫০-এর কম, এবার তা লাফ দিয়ে ৮৫–তে পৌঁছেছে।

এক বর্ষীয়ান জেডিইউ নেতা বলেন, “আমরা আরও মন্ত্রক চাইছি। তবে নতুন অংশীদারদের সামলানোও কঠিন হবে।”

Advertisements

এলজেপি(আরভি)-র দৃষ্টি কি উপমুখ্যমন্ত্রীর পদে?

চিরাগ পাসওয়ানের দল এনডিএ-তে বড় অংশীদার হিসেবে সরকারে থাকতে আগ্রহী। তবে উপমুখ্যমন্ত্রীর পদ নিয়ে প্রশ্নে তিনি এড়িয়ে গিয়েছেন। Outgoing সরকারের দু’জন ডেপুটি সিএম, বিজেপির সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা, নতুন ব্যবস্থায় থাকবেন কি না, তা নিয়েও আলোচনা চলছে।

হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম) ইতিমধ্যেই বিধানসভা দলনেতা হিসেবে শিকান্দরের বিধায়ক প্রফুল্ল মাঞ্জিকে বেছে নিয়েছে। দলের স্পষ্ট বক্তব্য—“নিতীশ কুমারই আমাদের মুখ্যমন্ত্রী। আমরা উপর্যুপরি সমর্থন জানাচ্ছি।”

দিল্লিতে চলল জোরদার দরকষাকষি

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনে পৃথক বৈঠকে যোগ দেন হাম প্রধান জিতনরাম মাঝি এবং আরএলএম নেতা উপেন্দ্র কুশওয়াহা। বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভিনোদ তাওড়ে। মূল আলোচনা—দলগুলির মন্ত্রিত্ব দাবি এবং সরকারে অংশগ্রহণের রূপরেখা।

অন্যদিকে মহাগঠবন্ধনে গৃহদাহ—রোহিনী আচার্যের ক্ষোভে চাপের মুখে তেজস্বী

এনডিএ সরকার গঠনের সার্বিক প্রস্তুতির বিপরীতে মহাগঠবন্ধন শিবিরে চলছে অভ্যন্তরীণ অস্থিরতা। মাত্র ৩৫টি আসন পাওয়ার পর আরজেডিতে শুরু হয়েছে দোষারোপের রাজনীতি।

লালুপ্রসাদ যাদবের মেয়ে রোহিনী আচার্য রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে তোপ দেগে তিনি লিখেছেন, তাঁকে “অপমান, কটূক্তি, এমনকি কিডনি নিয়ে কুৎসা’’ সহ্য করতে হয়েছে। তিনি সরাসরি তেজস্বী যাদব এবং তাঁর ঘনিষ্ঠদের দায়ী করেছেন এই পরিস্থিতির জন্য।

Bharat: Nitish Kumar is poised to take oath for a record 10th term as Bihar CM on Nov 20 in Patna, following NDA’s colossal victory of 202 seats; PM Modi expected to attend. Intense cabinet bargaining ensues among BJP, JDU, LJP(RV), and allies over ministerial representation and Deputy CM roles.