সরকার গড়তে একই বিমানে নীতীশ-তেজস্বী

ফের কী মিলে গেলেন নীতীশ-তেজস্বী? শুরু হয়ে গেল ‘খেলা’? ভোটের ফল ঘোষণার পর এখন এই জল্পনাই তুঙ্গে। বুধবার একই বিমানে পাটনা থেকে দিল্লিতে পৌঁছেছেন বিহারের…

Nitish Kumar Tejashwi Yadav went to Delhi on the same plane to form the government, সরকার গড়তে একই বিমানে নীতীশ-তেজস্বী

short-samachar

ফের কী মিলে গেলেন নীতীশ-তেজস্বী? শুরু হয়ে গেল ‘খেলা’? ভোটের ফল ঘোষণার পর এখন এই জল্পনাই তুঙ্গে। বুধবার একই বিমানে পাটনা থেকে দিল্লিতে পৌঁছেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও বিরোধী দলনেতা তেজস্বী কুমার।

   

একদিকে এনডিএ, আরেকদিকে ইন্ডিয়া জোট। সরকার গড়বে কে, তা নিয়েই দুই জোট বৈঠকে বসছে আজ, বুধবার। দিল্লিতেই হচ্ছে এই বৈঠক। এই বৈঠকে যোগ দিতে একদিকে আসছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ-র শরিক নীতীশ কুমার(Nitish Kumar), অন্যদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)। ঘটনাচক্রে একই বিমানে দুই নেতাই পৌঁছলেন রাজধানীতে।

N.D.A না I.N.D.I.A, কারা গড়বে সরকার? চাবিকাঠি নীতিশ-চন্দ্রবাবুর হাতে

২৪০-এ থেমে গিয়েছে বিজেপির বিজয়রথ। এনডিএ মোট পেয়েছে ২৯২। সংখ্যাগরিষ্ঠতা পেলেও, সরকার গড়া নিয়ে সংশয় তৈরি হয়েছে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে নিয়ে। তাঁরা যদি জোট বদলান, তবে সরকার গড়ে ফেলতে পারে ইন্ডিয়া জোটও।

প্রধানমন্ত্রী নাও হতে পারেন মোদী! উঠে এল নতুন সম্ভাবনা

এই পরিস্থিতিতে নীতীশ ও তেজস্বী দু’জনেই একই বিমানে দিল্লি যেতেই রাজনৈতিক মহলে চর্চা, এই বিমানেই হয়তো ঘটছে অনেক কিছু। হয়তো নীতীশকে বুঝিয়ে ইন্ডিয়া জোটে নিয়ে আসার ব্যাপারে বড় ভূমিকা নিয়েছেন তেজস্বী।

লোকসভা ভোটে গোহারা হারলেন ‘দলবদলু’ এই ৫ নেতা

উল্লেখ্য, ইন্ডিয়া জোট তৈরির সময়ে ছিলেন নীতীশ কুমার। জোটের সূত্র বেঁধেছিলেন তিনি। কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক আগেই জোট ভেঙে বেরিয়ে যান নীতীশ। ফের যোগ দেন এনডিএ জোটে। এবার ভোটের ফল প্রকাশের পর নীতীশ কোন শিবিরে থাকবেন, তা নিয়ে জল্পনা।