বাংলার পর এবার বিহার সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী মোদীর এহেন বিহার সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। এদিকে মঞ্চে উঠে মোদীকে একটি বিশেষ প্রতিশ্রুতি দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।
সম্প্রতি বিহারে নতুন করে সরকারের পালাবদল ঘটেছে। ইন্ডিয়া জোট, আরজেডির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে নতুন করে ফের এনডিএ-তে যোগ দিয়েছেন নীতীশ কুমার। আজ শনিবার বিহারের ঔরঙ্গাবাদে একটি বিশেষ সভার আয়োজন হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নীতীশ কুমার জানান,আপনি সম্প্রতি এখানে এসেছিলেন। কিন্তু আমি এখান থেকে গায়েব হয়ে গিয়েছিলাম। কিন্তু আমরা ফের একসঙ্গে হয়েছি। আমি আপনাকে আশ্বস্ত করছি আর কোথাও যাবো না। আমরা আপনার সঙ্গেই আছি।’