মোদীর পা ছুঁয়ে প্রণাম নীতীশের? ভাইরাল ভিডিয়ো ঘিরে বিহারে রাজনৈতিক ঝড়

Nitish Kumar Modi Foot Touch Controversy

বিহারে নতুন সরকার গঠনের কয়েক দিনের মধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। পাটনা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদায় জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আচরণ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। একটি ভাইরাল ভিডিওর ভিত্তিতে দাবি উঠেছে, মোদীর পায়ে প্রণাম করতে গিয়েছিলেন নীতীশ। বিজেপি–জেডিইউ জোটের জয়ের পরই এমন দৃশ্য সামনে আসায় জল্পনা আরও ঘনীভূত হয়েছে।

Advertisements

ভিডিও ঘিরে আরজেডির দাবি

আরজেডি তাদের সরকারি এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে লিখেছে, “আশীর্বাদ নিতে প্রধানমন্ত্রীর পা ছুঁতে গেলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।”

   

তেজস্বী যাদব নেতৃত্বাধীন দলের বক্তব্য, নির্বাচনে ভরাডুবির পর পায়ের নিচের জমি হারালেও বিহারের সম্মান রক্ষায় লড়াই চালিয়ে যাবে তারা। ভিডিওটিকে “রাজনৈতিক আত্মসমর্পণের প্রতীক” হিসেবে তুলে ধরছে আরজেডি।

ভিডিওতে কী দেখা গেল Nitish Kumar Modi Foot Touch Controversy

৪২ সেকেন্ডের ভাইরাল ক্লিপে দেখা যায়— বিমানবন্দরে মোদীর দিকে folded hands অবস্থায় এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কয়েক সেকেন্ড পর হঠাৎ নমস্কারের অবস্থান থেকে ঝুঁকে পড়েন তিনি, যেন প্রণাম করতে যাচ্ছেন। তখনই প্রধানমন্ত্রী মোদী কাঁধ ধরে তাঁকে থামিয়ে দেন। দু’জন পরে হাসিমুখে আলাপ করেন।

জেডিইউ সূত্রের দাবি, “এটি সম্মানসূচক অভিবাদন ছাড়া কিছুই নয়। ঘটনাকে বিকৃত করে রাজনৈতিক এজেন্ডা চালাচ্ছে আরজেডি।”

জয়ের পরে বিতর্ক

বিহার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে এনডিএ—
* মোট আসন — 243
* এনডিএ জোট — 202
 • বিজেপি — 89
 • জেডিইউ — 85
 • এলজেপি (আরভি) — 19
 • হ্যাম — 5
 • আরএলএম — 4

Advertisements

অন্যদিকে মহাগঠবন্ধনের ভরাডুবি— মাত্র 35টি আসন।

এই পরিসংখ্যানের প্রেক্ষিতে বিজেপির তুলনায় কম আসন পেয়েও দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদ ধরে রাখায় নীতীশের রাজনৈতিক অবস্থান সম্পর্কে বিরোধীরা নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে।

পুরনো ভিডিওর প্রসঙ্গও সামনে

ভিডিও প্রকাশ পেতেই সমাজমাধ্যমে নীতীশ কুমারের অতীতের একটি সমাবেশের ভিডিওও ঘুরে বেড়াতে শুরু করেছে, যেখানে তাঁকে অনুরূপ আচরণ করতে দেখা গিয়েছিল বলে দাবি করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মত

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, “নীতীশ ও মোদী দুই প্রবীণ নেতার সমন্বয়েই বিহারের স্থিতিশীল শাসনের ভিত্তি তৈরি হয়েছে। তবে মোদির আধিপত্যের বাস্তবতায় জেডিইউ সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি হওয়াটাই স্বাভাবিক।”