ফালতু ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী। তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আর পাত্তা দিচ্ছেন না। এই যাত্রার ফল কী? রাহুলের আত্মসমীক্ষা করা দরকার। কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন (Nitish Kumar) নীতীশ কুমার। সূত্রের খবর, রবিবারই তিনি ফের মোদীর শিবিরে। আজই বিহার সরকারের রঙ ফের গেরুয়া হচ্ছে। কারণ নীতীশ কুমার ফের NDA শিবিরে।
মণিপুর থেকে বিপুল সমর্থক উন্মাদনার ন্যায় যাত্রা নিয়ে উত্তর পূর্বাঞ্চল থেকে রাহুল গান্ধী ঢুকেছিলেন পশ্চিমবঙ্গে। এ রাজ্যের শাসক তৃণমূলের নেত্রী মমতা জানিয়ে দেন কংগ্রেসের সাথে আসন ভাগ হবে না।এর পাশাপাশি বিহারে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, INDIA জোট ছেড়ে NDA তে যাবেন বলে ইঙ্গিত দেন নীতীশ কুমার। দ্রুত ন্যায় যাত্রা স্থগিত করেন তিনি।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিহার বিজেপি নেতাদের বৈঠকে দলের নেতাদের এই বার্তা দেওয়া হয়েছে। দলের সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমারের নাম সম্মতির কথা জানানো হয়। হাইকমান্ড স্পষ্টভাবে বিহার বিজেপির নেতাদের বলেছেন যে বিহারে যে পরিবর্তন হচ্ছে তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। ২০২০ সালের মতো জেডিইউর সঙ্গে আবারও সরকার গড়তে চলেছে বিজেপি।
গত বিধানসভা ভোটে বিহারে বিজেপি নীতীশের জোট সরকার তৈরি হয়েছিল। বিরোধী আসনে ছিল আরজেডি, কংগ্রেস ও বাম শিবিরের মহাজোট। পরে নীতীশ সেই জোটে ঢুকে পড়েন। মহাজোট সরকার গড়ে। আবার নীতীশ এনডিএতে সামিল হতে চলেছেন। লোকসভা ভোটের আগে বিহারে সরকার গড়তে মরিয়া বিজেপি। ফলে অবিশ্বাসী হলেও নীতীশ কুমারকেই ফের টেনে এনেছে এনডিএ শিবির। বারবার জোট বদলের জন্য নীতীশ কুমারের নামের পাশে ‘জোটবদলু’ তকমা লেগে আছে। তিনি ফের জোট বদলের নায়ক।