‘নিজের পরিবারের জন্য কিছু করিনি, করেছি বিহারের জন্য”, ভোটযুদ্ধের আগে বার্তা নীতীশের

Bihar Longest Serving CM Nitish

বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের নাগরিকদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় জনতা দল (ইউনাইটেড)-এর নেতা বলেন, “২০০৫ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সততা ও পরিশ্রমের সঙ্গে বিহারের মানুষের সেবা করেছি।”

Advertisements

প্রায় তিন মিনিটের ওই বার্তায় নীতীশ কুমার স্মৃতিচারণ করে বলেন, “আমি যখন ২০০৫ সালে প্রথম মুখ্যমন্ত্রী হই, তখন ‘বিহারি’ বলা মানে যেন অপমানের বিষয় ছিল। কিন্তু আমরা সেই বিহারকে বদলে দিয়েছি। আজ বিহারি হওয়া গর্বের।”

   

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের এই মুখ্যমন্ত্রী দাবি করেছেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, কৃষি এবং যুবসমাজের কর্মসংস্থানের মতো ক্ষেত্রগুলিতে রাজ্যে ঐতিহাসিক উন্নয়ন ঘটেছে। তাঁর কথায়, “পূর্ববর্তী সরকার নারীদের জন্য কিছুই করেনি। কিন্তু আমরা তাঁদের এমনভাবে ক্ষমতায়ন করেছি যে, এখন তাঁরা নিজেদের পরিবার ও সন্তানদের জন্য সবকিছু নিজেরাই করতে পারেন। সমাজের সব স্তরের উন্নয়নের জন্য আমরা নিরলস পরিশ্রম করেছি।”

নীতীশ কুমার আরও বলেন, “আমি কখনও নিজের পরিবারের জন্য কিছু করিনি। আমরা হিন্দু, মুসলিম, অনগ্র, দলিত, মহাদলিত—সবার জন্য কাজ করেছি। আজ বিহারি পরিচয় অপমান নয়, গর্বের বিষয়।”

Advertisements

২০২৪ সালে বিজেপির সঙ্গে পুনরায় জোট গড়ে নবমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া নীতীশ এবার ভোটারদের উদ্দেশে সরাসরি আবেদন জানিয়েছেন— “আমাদের আর একবার সুযোগ দিন। এবার এমনভাবে কাজ করব যাতে বিহার দেশের শীর্ষ রাজ্যগুলির মধ্যে স্থান পায়।”

উল্লেখ্য, ২৪৩ সদস্যের বিহার বিধানসভার নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে— ৬ ও ১১ নভেম্বর। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।