নীতীশের রেকর্ড-ব্রেকিং প্রত্যাবর্তন: আজ মুখ্যমন্ত্রী পদে দশম শপথ

nitish kumar 10th swearing in

পাটনা: বিহারের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। ফের একবার মুখ্যমন্ত্রীর শপথ নিতে চলেছেন জেডিইউ সভাপতি নীতীশ কুমার। আজ, ২০ নভেম্বর, পটনার গান্ধী ময়দানে অনুষ্ঠিত হবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান। ৭৪ বছর বয়সী নীতীশ কুমার এই নিয়ে দশমবার মুখ্যমন্ত্রী পদে আসছেন, যা বিহারের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব রেকর্ড। এর আগে কোনো মুখ্যমন্ত্রী ২০ বছরের বেশি সময় ধরে পদে থাকেননি। এবার আরও পাঁচ বছর যোগ হতে চলেছে তাঁর কার্যকালকে।

Advertisements

শপথ গ্রহণ সকাল ১১:৩০টায়

বুধবারই রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করেছেন নীতীশ কুমার, নতুন সরকার গঠনের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল ১১:৩০টায় শুরু হবে। ২০০৫ সাল থেকে এটি চতুর্থবার নীতীশ গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রীত্বের শপথ নিচ্ছেন।

   

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা nitish kumar 10th swearing in

উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে এখনও জল্পনা রয়েছে। আগের সরকারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমারকে পদ পুনরায় দেওয়া হতে পারে। তবে বিজেপির নেতা মঙ্গল পান্ডের নামও আলোচনায় রয়েছে।

জেডিইউ-বিজেপির টানাপোড়েন

স্বরাষ্ট্র ও শিক্ষা দফতর নিয়ে জেডিইউ-বিজেপির মধ্যে টানাপোড়েন চললেও, আজ রাজ্যপাল মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা হাতে পাবেন। প্রতিটি মন্ত্রীপদ বরাদ্দের হিসাব করা হয়েছে বিধায়ক সংখ্যার ভিত্তিতে। সূত্রের খবর অনুযায়ী, রাষ্ট্রীয় লোক মোর্চা ও হিন্দুস্তান আওয়াম মোর্চাকে একটি করে মন্ত্রী পদ দেওয়া হতে পারে। চিরাগ পাসোয়ানের এলজেপি তিনটি মন্ত্রী পদ পাবে। বাকি ৩০টি মন্ত্রী পদ জেডিইউ ও বিজেপির মধ্যে ভাগ হবে।

Advertisements

নীতীশ কুমারের এই শপথগ্রহণ বিহারের রাজনৈতিক মানচিত্রে নতুন শক্তি ও স্থিতিশীলতার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

 

Bharat: Nitish Kumar is set to be sworn in as Bihar CM for a record 10th time today, November 20th, at Patna’s Gandhi Maidan. PM Modi, JP Nadda, and Chandrababu Naidu will attend the event, signaling NDA unity. Deputy CM selection and cabinet allocation remain key focuses.