“বিশ্বব্যাংকের ধারের টাকায় ভোটে লড়েছে নীতিশ-জোট!” বিস্ফোরক দাবী জন সুরজের!

bihar-elections-early-trends-prashant-kishors-party-finds-limited-success

পাটনা: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) গেরুয়া ঝড়ে ধুয়েমুছে সাফ বিরোধীরা। আর খাতাই খুলতে পারল না প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল জন সুরজকে (Jan Suraaj party)। ভোটে ভয়াবহ পরাজয়ের পর নীতিশ-জোটের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল জন সুরজ। শনিবার সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জন দলের জাতীয় সভাপতি উদয় সিং দাবী করেন, “বিশ্বব্যাংকের (World Bank) ১৪০০০ কোটি টাকা বিহার ভোটে ব্যবহার হয়েছে”!

Advertisements

“দান-ধ্যানের জন্য ওই টাকা খরচ করেছে শাসক-জোট”, বলে অভিযোগ কিশোরের দলের। উদয় সিং আরও বলেন, “জুন থেকে নির্বাচন ঘোষণার আগ পর্যন্ত, নীতীশ কুমার সরকার জনগণের অর্থেই জনগণের ভোট “কিনতে” ৪০,০০০ কোটি টাকা ব্যয় করেছে”।

   

উল্লেখ্য, ২০২৫ বিধানসভা ভোটের ঠিক আগ মুহূর্তে প্রায় দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দিয়েই ‘খেলা ঘুরিয়েছেন’ নীতিশ কুমার (Nitish Kumar)। তেজস্বীর মৌখিক প্রতিশ্রুতির বদলে ‘হাতে গরম’ টাকাকেই বেছে নেন বিহারের মহিলা তথা জনগণ।

মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায় নীতিশের এই ‘দান’-ই কার্যত ‘ওস্তাদের মার শেষ রাতে’ হিসেবে প্রমাণিত হয়েছে বিহার ভোটে। এই নিয়েই সুর চড়িয়ে জন সুরজের বক্তব্য, “আচরণবিধিকে নস্যাৎ করে ভোটের একদিন আগে পর্যন্ত মানুষকে টাকা দেওয়া হয়েছে! এটা সম্ভবত প্রথমবার।”

Advertisements

‘জঙ্গলরাজ’ প্রত্যাবর্তনের ভয়েই বিহারের মানুষের এই রায়

জন সুরজের (Jan Suraaj party) জাতীয় সভাপতি উদয় সিং আরও দাবী করেন, “জঙ্গলরাজ ফেরার ভয়েই জন সুরজের ভোটাররা এনডিএ-কে ভোট দিয়েছেন”। উদয় সিং-এর সহকর্মী পবন ভার্মাও একই অভিযোগ তুলে বলেছেন, বিশ্বব্যাংকের ২১,০০০ কোটি টাকার তহবিল থেকে থেকে টাকা সরিয়ে বিহার ভোটে ব্যবহার করা হয়েছে। সংবাদসংস্থাকে তিনি বলেন, “বিহারে বর্তমানে সরকারি ঋণের পরিমাণ ৪,০৬,০০০ কোটি টাকা।

প্রতিদিন সুদের পরিমাণ ৬৩ কোটি টাকা। কোষাগার খালি। আমাদের কাছে তথ্য আছে, যা ভুলও হতে পারে যে, রাজ্যের মহিলাদের জন্য যে ১০,০০০ টাকা দেওয়া হয়েছিল তা বিশ্বব্যাংক থেকে অন্য কোনও প্রকল্পের জন্য আসা ২১,০০০ কোটি টাকা থেকে দেওয়া হয়েছিল। নির্বাচনের জন্য আচরণবিধি জারি হওয়ার এক ঘন্টা আগে, ১৪,০০০ কোটি টাকা বের করে রাজ্যের ১.২৫ কোটি মহিলাদের মধ্যে বিতরণ করা হয়েছে”।