নয়াদিল্লি: গাড়ির হর্নে কর্কশ শব্দ নয়, এবার শোনা যেতে পারে ভারতীয় বাদ্যযন্ত্রের সুর! এমনই অভিনব ভাবনার কথা জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। সোমবার এক অনুষ্ঠানে তিনি জানান, গাড়ির হর্নে বাঁশি, তবলা, বেহালা বা হারমোনিয়ামের মতো ভারতীয় বাদ্যযন্ত্রের সুর বাধ্যতামূলক করার আইন আনার কথা বিবেচনা করছেন তিনি।
কর্কষ হর্ন আর নয়
গড়করি বলেন, “আজকের দিনে গাড়ির হর্ন অত্যন্ত কণ্ঠরোধকারী এবং কানের জন্য ক্ষতিকর। আমি এমন একটি আইন আনার কথা ভাবছি, যেখানে সমস্ত গাড়ির হর্নে ভারতীয় বাদ্যযন্ত্রের সুর ব্যবহার বাধ্যতামূলক হবে, যাতে মানুষ সেই শব্দে বিরক্ত না হয়ে প্রশান্তি পায়।”
পরিবহন খাত ও দূষণ Nitin Gadkari car horn proposal
গড়করি এদিন পরিবহন খাতের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, দেশের মোট বায়ু দূষণের প্রায় ৪০ শতাংশ আসে পরিবহন খাত থেকে। এই সমস্যার মোকাবিলায় সরকার মিথানল, ইথানল-সহ নানা সবুজ ও বায়ো-জ্বালানি ব্যবহারের উপর জোর দিচ্ছে।
ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি বাজার
গাড়ি শিল্পে ভারতের অগ্রগতিও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ২০১৪ সালে যে শিল্পের বাজারমূল্য ছিল ১৪ লক্ষ কোটি টাকা, ২০২৫ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ২২ লক্ষ কোটি টাকায়।
তবে শুধু তাই নয়, গড়করি জানান, জাপানকে পেছনে ফেলে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি বাজার, যুক্তরাষ্ট্র ও চিনের পরেই।
যাত্রীবাহী গাড়ির বিক্রিতে রেকর্ড
সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM)-এর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে যাত্রীবাহী গাড়ি (Passenger Vehicle – PV) বিক্রিতে রেকর্ড তৈরি করেছে ভারত।
দেশে মোট বিক্রি হয়েছে ৪৩,০১,৮৪৮টি যাত্রীবাহী গাড়ি, যা আগের বছরের তুলনায় ১.৯৭% বেশি।
রফতানিও ছুঁয়েছে নতুন উচ্চতা— ৭,৭০,৩৬৪টি গাড়ি রফতানি হয়েছে, যা ১৪.৬২% বৃদ্ধি পেয়েছে আগের বছরের তুলনায়।
SIAM জানিয়েছে, লাতিন আমেরিকা ও আফ্রিকার বাজারে ভারতের উৎপাদিত গাড়ির চাহিদা বেড়েছে। এমনকি কিছু গাড়ি নির্মাতা উন্নত দেশগুলোতেও রফতানি শুরু করেছে।
Bharat: Union Minister Nitin Gadkari proposes Indian musical instrument sounds for car horns to reduce noise pollution. Highlights include transport sector emissions, green fuel initiatives, and India’s rise as the world’s 3rd largest auto market.