সপরিবারে মহা কুম্ভ পুণ্যস্নান নির্মলা সীতারমণের, ডুব দিলেন তেজস্বী সূর্য-রাম মনোহর

nirmala sitharaman at maha kumbh

প্রয়াগরাজ: আগামী ২৬ নভেম্বর শিবরাত্রি৷ ওই দিনই মহাকুম্ভে শেষ শাহীস্নান৷ তার পরেই ইতি পড়বে মহা কুম্ভে৷ তার আগে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের জন্য উপচে পড়েছে ভক্তদের ভিড়৷ ইতিমধ্যেই কয়েক কোটি ভক্ত প্রয়াগে গঙ্গা-যমুনা ও সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান সেরেছেন৷  সাধারণ ভক্তদের পাশাপাশি পুণ্যস্নান করেছেন ভিআইপি-রাও। বুধবার সঙ্গমে সবপরিবারে পুণ্যস্নান করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ পাশাপাশি সঙ্গমে ডুব দেন বিজেপি বিধায়ক তেজস্বী সূর্য, কেন্দ্রীয় মন্ত্রী রাম মনোহর নাইডুরাও৷ 

সপরিবারে কুম্ভে স্নান শেষে নির্মলা সীতারমণ বলেন, ‘‘এটি সনাতন ধর্মের একটি গভীর মুহূর্ত।’’ আবার পুণ্যস্নানের পর তেজস্বী সূর্য বলেন, “মহাকুম্ভ ভারতীয় একতার আবেগের প্রতীক।” রাম মনোহর নাইডু বলেন, “কুম্ভ স্নান ভারতের প্রাচীন পরম্পরা।”

   

স্নান সেরেছেন শিব সেনার নেতা শ্রীকান্ত শিণ্ডেও৷ তিনি জানান, ‘‘১৪৪ বছরের ঐতিহাসিক তিথি। জীবনে একবারই এমন সুযোগ পাওয়া যায়।’’

প্রয়াগরাজে প্রতিদিনই বাড়ছে পুণ্যার্থীদের ভিড়। গোটা দেশ থেকে পুণ্যার্থীরা ছুটে আসছেন পূণ্যলাভের আশায়। বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এখন পর্যন্ত ৫৬ কোটি ২৫ লক্ষ পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন। প্রয়াগে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দেখা গিয়েছে রচনা বন্দ্যোপাধ্যাকেও৷ আবার ভিকি কৌশলের মতো তারকারাও ছুটে গিয়েছেন প্রয়াগরাজে৷ 

এদিকে, সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব ছড়ানো হয়েছে যে, মহাকুম্ভ মেলা বিশাল ভিড়ের কারণে মার্চ মাস অবধি চলবে। তবে এসব গুজবকে নাকচ করে দিয়েছেন প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র মান্দা। তিনি জানিয়েছেন, মহাকুম্ভ মেলা পূর্ব নির্ধারিত দিনে, অর্থাৎ ২৬ নভেম্বরেই শেষ হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন