দাম কমবে জ্বালানি তেলের? বিরাট সুখবর দিলেন মোদী সরকারের মন্ত্রী

Petrol and Diesel Prices in India: Fuel Rates for the Start of the Week

পেট্রোল ও ডিজেল (Petrol Diesel)… এই জ্বালানি হল মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস। যাদের দু চাকা বা চার চাকা আছে তাঁরাই বোঝেন জ্বালানির প্রয়োজনীয় ঠিক কতটা। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পেট্রোল ডিজেল নিয়ে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে। কিছু সময় ধরেই শোনা যাচ্ছিলো যে যে পেট্রোল ডিজেলকে জিএসটি (GST)-র আওতায় আনা হবে। সত্যিই কি তাই? এবার এই বিষয়ে আজ শনিবার বড় তথ্য দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisements

আজ শনিবার জ্বালানিকে জিএসটির আওতায় আনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “এই মুহূর্তে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির আনা জিএসটি-র উদ্দেশ্য হল পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় রাখা। পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনার সিদ্ধান্ত রাজ্যগুলিকেই নিতে হবে। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য পরিষ্কার, আমরা চাই জিএসটিতে পেট্রোল-ডিজেলকে অন্তর্ভুক্ত করা হোক।”

   

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কী পেট্রোল ও ডিজেলের দাম কমবে? এটা তো সকলেই জানেন যে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে ফের পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরেই কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন যে তিনি পেট্রোল, ডিজেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো পণ্যগুলিকে জিএসটির আওতায় আনার কথা ভাবছেন। এভাবে চলতে থাকলে জ্বালানি তেলের ব্যয়বহুল মূল্য থেকে মানুষ স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। এই প্রথমবার নয় যে পুরী পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনার কথা বলেছেন। এমনকি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও গত বছরের নভেম্বরে বলেছিলেন যে এর বাস্তবায়নে মানুষ উপকৃত হবেন।

Advertisements

হরদীপ সিং পুরী অবশ্য এর আগে জানিয়েছিলেন, পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনতে হলে রাজ্যগুলিকে আগে রাজি হতে হবে। পেট্রোল-ডিজেলের উপর থেকে বর্তমান কর ব্যবস্থা তুলে জিএসটি লাগু হলে সেগুলির দাম অনেকটাই কমানো যেতে পারে।