প্রাক-বাজেট বৈঠকে নির্মলা সীতারমন

সংসদ অধিবেশন শুরু হলেই পূর্ণাঙ্গ বাজেট তৈরি করবে মোদী সরকার। তার আগে সমস্ত বিষয় খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।…

FotoJet 13 1 প্রাক-বাজেট বৈঠকে নির্মলা সীতারমন

সংসদ অধিবেশন শুরু হলেই পূর্ণাঙ্গ বাজেট তৈরি করবে মোদী সরকার। তার আগে সমস্ত বিষয় খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীদের নিয়ে প্রাক-বাজেট বৈঠকে বসেন তিনি। নয়াদিল্লির ভারতমন্ডমপ প্রেক্ষাগৃহে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আসন্ন পূর্ণাঙ্গ বাজেট পরিবেশনের আগে বিগত বেশকিছুদিন থেকেই বিভিন্ন অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে কয়েক দফায় আলোচনা সেরেছেন তিনি।

এছাড়াও একাধিক শিল্পপতিদের সঙ্গেও আর্থিক সংস্কার নিয়ে কথা বলেছেন বলে অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। আবার একই দিনে জিএসটি সংক্রান্ত কমিটির বৈঠক করার কথা রয়েছে তাঁর। নতুন সরকার গঠন হওয়ার পর এটাই প্রথম জিএসটি সংক্রান্ত বিষয় বৈঠক হতে চলেছে বলে জানা গিয়েছে। নির্মলা সীতারমন ছাড়াও এদিনের জিএসটি বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরাও।

   

এই বৈঠকে নয়া সরকারের জিএসটি সংক্রান্ত নীতি কেমন হবে মূলত তা নিয়েই আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। তবে জিএসটি বৈঠকে কি কর্মসূচি গ্রহণ করা হতে পারে তা নিয়ে এখনও কিছু খোলসা করা হয়নি মন্ত্রকের তরফে। লোকসভা ভোটের আগে গত ফেব্রুয়ারিতে অন্তবর্তী বাজেট পেশ করেছিল অর্থমন্ত্রক। তবে নির্বাচনের আগে বাজেট অধিবেশন হওয়ায় কিছুটা হলেও রক্ষণশীল ছিল বিগত সরকার। সেই বাজেটে কর ছাড় সংক্রান্ত বিষয় নিয়ে সেই সময় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এবার নয়া মোদী সরকারের বাজেট কেমন হবে সেদিকে তাকিয়ে গোটা দেশ।