Blast: ফের রাজ্যের বাজি কারখানায় ভয়ানক বিস্ফোরণ, প্রাণ গেল কমপক্ষে ৯ জনের

শনিবার দেশে ফের একবার বড় দুর্ঘটনা ঘটে গেল। মানুষের মৃত্য মিছিল হল রীতিমতো। জানা গিয়েছে, আজ ভয়াবহ বিস্ফোরণের জেরে কেঁপে উঠল দক্ষিণী রাজ্য তামিলনাড়ু (Tamilnadu)।…

শনিবার দেশে ফের একবার বড় দুর্ঘটনা ঘটে গেল। মানুষের মৃত্য মিছিল হল রীতিমতো। জানা গিয়েছে, আজ ভয়াবহ বিস্ফোরণের জেরে কেঁপে উঠল দক্ষিণী রাজ্য তামিলনাড়ু (Tamilnadu)।

তামিলনাড়ুর ভেম্বাকোট্টাইয়ে (Vembakottai)
বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের কারণে মৃত্যু (Dead) হল ৯ জনের। আহকত বহু। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা বলে খবর। সরকারি সূত্রে জানা গিয়েছে, আহতরা বর্তমানে শিবকাশি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। এদিকে এহেন ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

   
Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News