মোদীর ওপরে ভরসা না রেখে নিজেই ব্যবস্থা যোগীর! বুলডোজার চলবে পরীক্ষাতেও?

   বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে বরাবর বুলডোজারেই ভরসা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এবার পরীক্ষায় দুর্নীতি (NEET 2024 Scam) আটকাতেও তাঁর ভরসা সেই বুলডোজার নীতি। নতুন…

  

বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে বরাবর বুলডোজারেই ভরসা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এবার পরীক্ষায় দুর্নীতি (NEET 2024 Scam) আটকাতেও তাঁর ভরসা সেই বুলডোজার নীতি। নতুন একগুচ্ছ কড়া নির্দেশিকার পর উত্তরপ্রদেশে এখন শোরগোল পড়ে গিয়েছে। তাহলে কি মোদীর সামনে পরীক্ষায় দুর্নীতি (NEET 2024 Scam) আটকানোর নতুন উদাহরণ তৈরি করতে চাইছেন যোগী?

জিও হাতছাড়া হতে পারে আম্বানিদের? মোদীর নতুন আইনে শঙ্কায় নেটওয়ার্ক কোম্পানিরা

   

সাম্প্রতিক সময়ে কেন্দ্রের অভিন্ন মেডিকেল এন্ট্রান্স NEET পরীক্ষাতে ব্যাপক দুর্নীতি (NEET 2024 Scam) এবং অনিয়মের তথ্য সামনে এসেছে। দুর্নীতি আটকাবার জন্য কেন্দ্রীয় স্তরেই পরীক্ষা চালু করা হয়েছিল রাজ্যগুলির থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে। কিন্তু সেখানেই এবার ব্যাপক গরমিল। জালিয়াতির চক্র বিহার থেকে উত্তরপ্রদেশ হয়ে গুজরাট পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। এমনকি ইউজিসি নেট পরীক্ষা বা NET-এ অভিযোগ ওঠাতে সেই পরীক্ষাও তড়িঘড়ি বাতিল করে দেওয়া হয়েছে। দুটি পরীক্ষারই দুর্নীতির তদন্ত করছে সিবিআই। এরকম টালমাটাল পরিস্থিতিতে উত্তরপ্রদেশের সমস্ত পরীক্ষা নিয়ে নতুন নির্দেশিকা জারিতে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে।

দল চালাবে ভাইপোই! ভোট মিটতেই বড় ঘোষণা পিসির

উত্তরপ্রদেশের যোগী সরকার এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রই হবে পরীক্ষার্থীর হোম ডিভিশনের বাইরে। তবে মহিলা এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। প্রতিটি প্রশ্নপত্রেই সিক্রেট কোড থাকবে। রেজাল্টে গরমিল আটকানোর জন্য কমিশন আর বোর্ড ও এম আর শিট স্ক্যানের দায়িত্বে থাকবে। ইউনিক বারকোড, কিউআর কোড এবং সিরিয়াল নম্বর থাকবে। কোনও পরীক্ষা কেন্দ্রেই স্মার্ট ফোন বা ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না কোনমতেই।

পরীক্ষার আগে প্রতিটি পরীক্ষায় দুটো সেটের প্রশ্নপত্র রাখা হবে। জালিয়াতি আটকানোর জন্য প্রশ্নপত্র আলাদা প্রিন্টার থেকে ছাপানো হবে। পেপার কোডিং এর ক্ষেত্রেও পৃথক ব্যবস্থা করা হচ্ছে। প্রশ্নপত্রের প্রিন্টিং প্রেসে স্মার্ট ফোন, ক্যামেরা পুরোপুরি ভাবে নিষিদ্ধ। প্রেস চত্বর সিসিটিভি ক্যামেরায় মোড়ানো থাকবে। এই সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অন্তত এক বছরের জন্য সংরক্ষণ করে রাখা হবে।

অস্বস্তি বাড়ল মমতার ‘বন্ধু’ মুখ্যমন্ত্রীর! আপাতত তিহাড় জেলেই কেজরি

সমস্ত সরকারি নিয়ন্ত্রণাধীন পরীক্ষাই হবে শুধুমাত্র সরকারি কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজে। পরীক্ষা নেওয়ার দায়িত্বে একাধিক এজেন্সি থাকবে। মনে করা হচ্ছে সেক্ষেত্রে দুর্নীতি আটকানো অনেকটাই সুবিধা হবে।

প্রশ্নপত্র ফাঁসে যোগী সরকার যে আরও কড়া হবে, সেটা বলাই যায়। কিন্তু সেক্ষেত্রে কি আসরে নামতে চলেছে উত্তরপ্রদেশের আইকনিক বুলডোজারও? অনেকে মনে করছেন জেল-জরিমানার প্রবল কড়াকড়ি তো থাকবেই, তারওপরেও অভিযুক্তদের বাড়িতে চালানো হতে পারে যোগীর প্রিয় বুলডোজারও। সেক্ষেত্রে গোটা দেশের মধ্যেই আইকন হয়ে উঠবে উত্তরপ্রদেশ। দিল্লির মোদী সরকার কি তাহলে যোগীর দেখানো পথেই হাটবে তখন? সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।