Tuesday, November 25, 2025
HomeBharatরহস্য মৃত্যু, হোস্টেল থেকে উদ্ধার এনআইএ কর্তার মেয়ের দেহ

রহস্য মৃত্যু, হোস্টেল থেকে উদ্ধার এনআইএ কর্তার মেয়ের দেহ

এনআইএ (NIA) কর্তার মেয়ের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। রবিবার সকালে লক্ষ্নৌতে (Lucknow) একটি হোস্টেল থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর ১৯ বছর বয়সী অনিকা রাস্তোগী রামনোহর লোহিয়া ন্যাশনাল ল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। লখনৌর আসিয়ানা এলাকায় একটি হোস্টেলে থাকতেন তিনি। অনিকার বাবা সন্তোষ রাস্তোগী ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এন আই এর ইন্সপেক্টর জেনারেল পদে রয়েছেন। আর তার মেয়ের এই আকস্মিক মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

   
Advertisements

Manupur Violence: চলছে গুলি, তীব্র আতঙ্ক বিজেপি শাসিত মণিপুরের রাজধানী শহরে

   

শনিবার রাতে নিজের হোস্টেলের ঘরেই ও চৈতন্য অবস্থা পাওয়া যায় অনিকাকে। ‌ পরিস্থিতি বেগতিক দেখে তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তি করা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে তার মৃত্যু কিভাবে হল তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই দেহের ময়নাতদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনা তদন্ত নেমেছে পুলিশ।

সমুদ্রগর্ভে পুতিনের ‘গুপ্তচর’ তিমি, নরওয়েতে হলদিমিরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

Advertisements

অনিকার বন্ধু-বান্ধবকে জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে শনিবার রাত থেকেই হঠাৎ কারো ফোন ধরেছিলেন না অনিকা। তার এই আকস্মিক নীরবতায় দুশ্চিন্তা বাড়ছিল বন্ধুদের। পুলিশ জানায় মেতার ঘর ভেতর থেকেই বন্ধ করা ছিল। এখনও পর্যন্ত কোনও খুন করার মতো সন্দেহভাজন জিনিস পাওয়া যায়নি। এমনকি তার জামা কাপড়ে ও কোন আঘাতের চিহ্ন মেলেনি। তবে কিভাবে তার মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা বাড়ছেই। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তা কিছুটা পরিষ্কার হবে বলেই মনে করছে পুলিশ।

আরজি কর নিয়ে বেফাঁস মন্তব্যে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন কাকলি

এই মৃত্যুর ঘটনায় পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তে রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে তদন্তের গতি প্রকৃতি নির্ধারণ করা হবে বলে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Latest News