নেত্রীর বাড়িতে যকের ধন পেল NIA? আনা হল টাকা গোনার মেশিন

বৃহস্পতিবার সকাল থেকেই বিহারে শুরু হয়েছে এনআইএ-র তল্লাশি অভিযান। এদিন গয়ায় জেডি (ইউ) নেত্রী এবং প্রাক্তন এমএলসি মনোরমা দেবীর বাড়িতে নগদ গণনা মেশিন আনা হয়েছে,…

nia raid

বৃহস্পতিবার সকাল থেকেই বিহারে শুরু হয়েছে এনআইএ-র তল্লাশি অভিযান। এদিন গয়ায় জেডি (ইউ) নেত্রী এবং প্রাক্তন এমএলসি মনোরমা দেবীর বাড়িতে নগদ গণনা মেশিন আনা হয়েছে, যেখানে জাতীয় তদন্তকারী সংস্থা এজেন্সিতে দায়ের করা একটি মামলায় তল্লাশি চালাচ্ছে।

আজ সকাল থেকেই বিহারের ঔরঙ্গাবাদ জেলায় নকশাল সদস্যদের বেআইনি কার্যকলাপের ঘটনায় পাঁচটি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) এর সঙ্গে যোগসাজশের অভিযোগে বৃহস্পতিবার বিহারের গয়ায় বিধান পরিষদের প্রাক্তন সদস্য সহ দু’জনের বাড়িতে তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এনআইএ আধিকারিকরা রামপুর এলাকার প্রাক্তন এমএলসি মনোরমা দেবী এবং গোইন্থা গ্রামের ব্যবসায়ী দ্বারিকা যাদবের বাড়িতে অভিযান চালায়।

   

সূত্রের খবর, রাজ্যের মগধ অঞ্চলে সংগঠনকে পুনরুজ্জীবিত ও শক্তিশালী করতে মাওবাদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এনআইএ-র তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্যম ২০২৩ সালে, রোহিত রাই এবং প্রমোদ যাদব নামে দুই ব্যক্তির কাছ থেকে সিপিআই (মাওবাদী) মগধ জোনাল সাংগঠনিক কমিটির অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি দুটি পুস্তিকা উদ্ধার করা হয়েছিল। এই পুরো ঘটনাটি এই ঘটনার সঙ্গে সম্পর্কিত।

অভিযোগ, মনোরমা দেবী ও দ্বারিকা যাদব তাঁদের সহযোগীদের নিয়ে মাওবাদী কার্যকলাপে মদত দিতে ঠিকাদার ও ইটভাটা মালিকদের কাছ থেকে তোলাবাজি করছিলেন। এনআইএ অভিযানের খুঁটিনাটি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আধিকারিকরা। সিপিআই (মাওবাদী) ক্যাডারদের সঙ্গে যোগসাজশের অভিযোগে মনোরমা দেবীর পরিবারের সদস্যদের আগেই গ্রেফতার করা হয়েছিল। বারবার চেষ্টা করা সত্ত্বেও মনোরমা দেবীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।