আগামী বছরেই টুকরো হবে পাকিস্তান! বিস্ফোরক ভারতীয় সেনাকর্তা

next-war-with-pakistan-not-limited

আগামী বছরই টুকরো হয়ে যাবে পাকিস্তান (Pakistan) ? নতুন করে ভারত-পাকিস্তান সম্পর্ক ঘিরে উত্তেজনার পারদ চড়ালেন ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ আধিকারিক। আগামী দিনে পাকিস্তানের অস্তিত্বই বিপন্ন হতে পারে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ার। তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, ভবিষ্যতে ভারত-পাকিস্তানের মধ্যে কোনও সংঘর্ষ হলে তা আর সীমিত যুদ্ধের মধ্যে আটকে থাকবে না।

একটি সামরিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল কাটিয়ার বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। সীমান্ত পেরিয়ে বারবার অনুপ্রবেশ, জঙ্গি হামলা এবং নাশকতার চেষ্টা চালানো হয়েছে। তবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানকে যে কড়া জবাব দেওয়া হয়েছে, তা তারা সহজে ভুলতে পারবে না।

   

বিধানসভায় বিজেপির বাজিমাত মুসলিম ভোটে? ত্বহার মন্তব্যে চাঞ্চল্য

ভারতীয় সেনার এই অভিযানে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়, পাশাপাশি তাদের সামরিক পরিকাঠামো ও এয়ারবেসগুলির উপর বড়সড় আঘাত হানা হয় বলে জানান তিনি। তাঁর কথায়, “ভারত আর আগের মতো চুপ করে বসে থাকবে না। প্রত্যাঘাত হবে দ্রুত, নিখুঁত এবং ভয়ংকর।”

সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি আসে যুদ্ধের ভবিষ্যৎ রূপ নিয়ে। লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ার স্পষ্ট ভাষায় বলেন, ভবিষ্যতে যদি পাকিস্তান ফের ভারতের বিরুদ্ধে কোনও দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে সেই যুদ্ধ সীমিত আকারে থাকবে না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছতে পারে, যেখানে পাকিস্তান নিজেই ভেঙে পড়বে।

এই মন্তব্যের রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্বও কম নয়। বিশেষজ্ঞদের মতে, এটি শুধুমাত্র একটি সামরিক হুঁশিয়ারি নয়, বরং পাকিস্তানের অভ্যন্তরীণ দুর্বলতার দিকেও ইঙ্গিত। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং একাধিক প্রদেশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ফলে পাকিস্তান এমনিতেই চাপের মুখে রয়েছে।

সেই পরিস্থিতিতে ভারতের সঙ্গে বড়সড় সংঘর্ষ হলে পাকিস্তানকে সামাল দেওয়া কঠিন হয়ে উঠতে পারে। ভারতীয় সেনাবাহিনীর তরফে এই ধরনের স্পষ্ট ও কড়া বার্তা দেওয়া হয়েছে এমন এক সময়ে, যখন সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সন্ত্রাসবাদ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতেই এগোচ্ছে ভারত এ কথাও ফের একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বক্তব্য আসন্ন দিনগুলিতে আন্তর্জাতিক স্তরেও আলোচনার জন্ম দেবে। পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা দেশ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে ভারতের অবস্থান যে আরও কঠোর হচ্ছে, তারই প্রতিফলন এই মন্তব্য।

সব মিলিয়ে, লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ারের বক্তব্য স্পষ্ট বার্তা দিচ্ছে ভারতের ধৈর্য পরীক্ষা করার ফল ভয়ংকর হতে পারে। পাকিস্তান যদি পথ না বদলায়, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য অত্যন্ত অন্ধকার হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছেন ভারতীয় সেনার এই শীর্ষ কর্তা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন