স্বাগত ২০২৬: বছরের প্রথম দিনে দেশে কী খোলা, কী বন্ধ?

তীব্র শীত আর কড়া নিরাপত্তার ঘেরাটোপে বৃহস্পতিবার দেশজুড়ে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে ইংরেজি নববর্ষ ২০২৬। বর্ষবরণের আনন্দে যখন তিলোত্তমা কলকাতা থেকে দিল্লি মাতোয়ারা, তখন বছরের প্রথম…

New Year India holiday status

তীব্র শীত আর কড়া নিরাপত্তার ঘেরাটোপে বৃহস্পতিবার দেশজুড়ে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে ইংরেজি নববর্ষ ২০২৬। বর্ষবরণের আনন্দে যখন তিলোত্তমা কলকাতা থেকে দিল্লি মাতোয়ারা, তখন বছরের প্রথম দিনে কোন পরিষেবা চালু থাকছে আর কোথায় ঝুলছে তালা, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে অনেক প্রশ্ন।

Advertisements

আপনার সুবিধার্থে বছরের প্রথম দিনের একটি তালিকা নিচে দেওয়া হল-

   

১ জানুয়ারি ২০২৬: কী খোলা আর কী বন্ধ?

১. ব্যাঙ্ক ও শেয়ার বাজার
ব্যাঙ্ক: আজ ভারতের সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ নয়। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তালিকা অনুযায়ী, কলকাতা, চেন্নাই, গ্যাংটক, আইজল, ইম্ফল, ইটানগর এবং শিলং-এ আজ ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। বাকি শহরে ব্যাঙ্ক স্বাভাবিক নিয়মেই খোলা।

শেয়ার বাজার: বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) আজ পুরোপুরি খোলা। ১ জানুয়ারিকে স্টক মার্কেটের সরকারি ছুটির তালিকায় রাখা হয়নি।

২. শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) New Year India holiday status

ইংরেজি নববর্ষ মূলত একটি ‘রেস্ট্রিক্টেড হলিডে’ (Restricted Holiday), তাই অধিকাংশ সরকারি স্কুল ও কলেজ আজ খোলা থাকার কথা। 

ব্যতিক্রম: তীব্র শীত ও কুয়াশার কারণে পঞ্জাবের সব স্কুল ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী হরজত সিং বৈঁস। গুয়াহাটিতেও স্কুলগুলি ১ সপ্তাহ বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গেও অনেক বেসরকারি স্কুল শীতকালীন ছুটির জন্য আজ বন্ধ থাকতে পারে।

৩. সরকারি অফিস ও জরুরি পরিষেবা

সরকারি অফিস: বেশিরভাগ সরকারি দফতর আজ খোলা রয়েছে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে৷

হাসপাতাল: জরুরি পরিষেবা এবং সরকারি হাসপাতালগুলি বছরের প্রথম দিনেও রোগীদের জন্য সম্পূর্ণ সচল রয়েছে।

৪. গণপরিবহন ও মেট্রো

কলকাতা ও দিল্লি মেট্রো: মেট্রো পরিষেবা স্বাভাবিক নিয়মেই চলছে। বর্ষবরণের ভিড় সামলাতে গত রাতে বিশেষ পরিষেবা দিলেও আজ নির্ধারিত সূচি মেনেই ট্রেন চলবে।

বাস ও ট্যাক্সি: দেশজুড়ে বাস, ক্যাব এবং অটো পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সব গুরুত্বপূর্ণ স্টেশনে।

রাজ্য ও দেশের চিত্র

কলকাতার পার্ক স্ট্রিট থেকে দিল্লির কনট প্লেস, সর্বত্রই মানুষের ঢল নেমেছে। কড়া ঠান্ডাকে উপেক্ষা করেই অমৃতসরের স্বর্ণমন্দিরে ভক্তরা ভিড় করেছেন নতুন বছরের আশীর্বাদ নিতে। অন্যদিকে, নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। বিশেষ করে কলকাতা ও দিল্লির মতো মেট্রো শহরগুলিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Bharat: Check what is open and closed in India on January 1. Find details on bank holidays in Kolkata, school closures due to cold waves, and metro timings for Delhi and Bengaluru. Stay updated with the latest holiday news and services

Advertisements