ডোকলামে আস্ত গ্রাম বানাচ্ছে চিন, প্রকাশ্যে এল ছবি

  প্রায় দু’বছর ধরে পূর্ব লাদাখে যুযুধান দুই প্রতিবেশী দেশ৷ এরই মধ্যে বারবার সরগরম হয়েছে পরিস্থিতি। কিন্তু সীমান্তের উত্তাপ এখনও কমছে না। এরই মধ্যে উঠে…

ডোকলামে আস্ত গ্রাম বানাচ্ছে চিন, প্রকাশ্যে এল ছবি

 

প্রায় দু’বছর ধরে পূর্ব লাদাখে যুযুধান দুই প্রতিবেশী দেশ৷ এরই মধ্যে বারবার সরগরম হয়েছে পরিস্থিতি। কিন্তু সীমান্তের উত্তাপ এখনও কমছে না। এরই মধ্যে উঠে এল বিস্ফোরক তথ্য৷ ডোকলাম থেকে ৯ কিলোমিটার পূর্বে একটি গ্রাম নির্মাণ করেছে চিন। ২০১৭ সালে ওই এলাকাতেই বিবাদে জড়িয়েছিল ভারত ও চিন। এখন সেখানেই আস্ত একটা গ্রাম গড়ে উঠেছে৷

বেজিংয়ের তরফে গ্রামটির নাম দেওয়া হয়েছে পাংডা৷ এটি ভুটান সীমান্তের কাছাকাছি বলেই সূত্রের খবর। যা ভুটানের আমো চু নদীর তীরেই অবস্থিত৷ এমনকি ওই গ্রামের কিছু অংশ ভুটানের বলেই জানা যাচ্ছে৷

বিশেষজ্ঞদের ধারণা, ওই জায়গায় চিনা ফৌজ গ্রাম নির্মাণ করে সহজে ডোকলাম এলাকায় আধিপত্য কায়েম করতে চাইছে৷ এমনকি খুব সহজেই শিলিগুড়ি করিডোরের কাছাকাছি চলে আসতে পারে৷

Advertisements

২০১৭ সালের ২৭ জুন একটি বিতর্কিত অঞ্চলে চিন রাস্তা নির্মাণ করতে গেলে প্রতিবাদ জানায় ভুটান৷ জানা যায়, চীন জুফেরি পাহাড়ের কাছে ভুটানের সেনা ক্যাম্পের সামনে ডোকালামে রাস্তা সম্প্রসারণের চেষ্টা করছিল। টানা ৭৩ দিন মুখোমুখি অবস্থান ছিল ভারত চিনের৷ সে সময় চিনা ফৌজ জোমপেলরি গিরিশিরা পর্যন্ত এগিয়ে আসার চেষ্টা করলেও ভারতীয় সেনার বাধায় তা সম্ভব হয়নি।

যদিও সেনার তরফে জানানো হয়েছে, ওই এলাকায় সেনা চিনা ফৌজের গতিবিধির ওপর নজর রেখেছে৷ যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য ভারতীয় সেনা সর্বদা প্রস্তুত৷ এমনটাই সেনার তরফে জানানো হয়েছে৷