New Delhi: ভোররাতে রাজধানীতে অগ্নিকান্ডে অনেকের মৃত্যু

Fire breaks out in

 

Advertisements

দিল্লিতে ( Delhi)  এক আবাসিক বহুতলে অগ্নিকাণ্ড ঘটে ভোররাতে। তারপর আগুন ছড়িয়ে পড়ে সমস্ত বিল্ডিংয়ে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঠানো হয় দমকলকে। সাথেই তড়িঘড়ি ৯টি অগ্নিনির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ২৫ জন দমকল কর্মীর প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে সকালের দিকে। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে চারজনের। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মৃতদের মধ্যে দুটি শিশু ও এক দম্পতি রয়েছে। এছাড়াও এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও পাঁচজন। রিপোর্ট অনুযায়ী জানা যায় পূর্ব দিল্লির শাস্ত্রীনগরে অবস্থিত গীতা কলোনির কাছেই অবস্থিত এই পাঁচতলা আবাসিক ভবনে এই আগুন লাগে বুধবার ভোররাতে ।

   

আগুন নিয়ন্ত্রণে আনার পরে মোট ৯ জনকে উদ্ধার করা হয়েছিল সেই ভবন থেকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেই ৯ জনের মধ্যে দু’টি শিশু এবং এক মহিলা ও এক পুরুষকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা যায়, মৃত পুরুষের নাম মনোজ, বয়স ৩০ বছর। এবং মৃত মহিলার নাম সুমন, বয়স ২৮ বছর। মনোজ ও সুমন বিবাহিত ছিলেন বলে জানা গিয়েছে। এদিকে মৃত দুই শিশুর একজনের বয়স মাত্র ৩ বছর, অপরজনের ৫ বছর বলেই জানা যায়।

Advertisements

ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক বলেন, যেখানে আগুন লাগে সেটি একটি আবাসিক বিল্ডিং ছিল। এর নিচতলায় তলায় পার্কিংয়ের জায়গা ছিল। পার্কিং এলাকা থেকেই আগুনের সূত্রপাত হয় এবং পুরো ভবনটি ধোঁয়ায় ভরে যায়। ভবনটি একটি সরু রাস্তায় থাকায় দমকলকর্মীরা কোনওভাবে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রতিটি তলায় তল্লাশি অভিযান চালানো হয়। মোট নয়জনকে উদ্ধার করে হেডগেওয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজন মারা গিয়েছে।

অপরপক্ষে প্রত্যক্ষদর্শীদের একজন জানান, প্রথমে বিল্ডিংয়ের নীচের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে একের পর এক গাড়ি জ্বলতে শুরু করে। এরপর সেই গাড়ির আগুন ওপরের তলায় ছড়িয়ে পড়ে এই ভয়াবহ অগ্নীকান্ডের সৃষ্টি।এদিকে দিল্লি দমকল বাহিনীর প্রধান অতুল গর্গ বলেন, উদ্ধার হওয়া সকলেরই শরীরে পুড়ে যাওয়ার চিহ্ন লক্ষ্য করাযায়।