দিল্লি বিস্ফোরণ কান্ডে নতুন ক্লু! তদন্তকারীদের নজরে ‘লাল গাড়ি’!

নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণ (Delhi Blast) কাডে তদন্তকারীদের হাতে উঠে এল নয়া তথ্য। হুন্ডাই আই ২০-র পাশাপাশি, সামনে এল আরও একটি গাড়ির ক্লু। ঘটনায় মূল অভিযুক্ত উমর নবীর নামে লাল ফোর্ড ইকোস্পোর্ট (EcoSport) গাড়ির রেজিস্ট্রেশন পাওয়া গিয়েছে। যেটির রেজিস্ট্রেশন নম্বর DL10CK0458 বলে জানা গিয়েছে। ওই লাল গাড়ির সঙ্গে বিস্ফোরণের যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

Advertisements

গাড়িটির সন্ধানে চিরুনি তল্লাশিতে নেমেছে দিল্লি, হরিয়ানা এবং উত্তর প্রদেশের পুলিশ দল। জাতীয় রাজধানীর পুলিশ স্টেশন, পোস্ট এবং সীমান্ত চেকপয়েন্টে চলছে চেকিং। সংস্থাগুলি পুলিশকে নির্দেশ দিয়েছে যে তারা অবিলম্বে সমস্ত লাল ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি আটক করে, যাতে DL10CK0458 নম্বরের গাড়িটি খুঁজে বের করা যায়।

   

গোয়েন্দা সূত্রে খবর, ওই লাল গাড়িটি রাজৌরি গার্ডেন আরটিওতে ২২ নভেম্বর, ২০১৭ সালে উমর উন নবীর নামে নিবন্ধিত ছিল। তিনি গাড়িটির দ্বিতীয় মালিক ছিলেন। গাড়িটি সনাক্ত করার জন্য দিল্লি পুলিশের (Delhi Police) কমপক্ষে পাঁচটি দল মোতায়েন করা হয়েছে। অন্যদিকে প্রতিবেশী উত্তরপ্রদেশ এবং হরিয়ানা পুলিশকেও উচ্চ সতর্কতা বজায় রাখতে এবং অনুসন্ধানে সহায়তা করার জন্য সতর্ক করা হয়েছে।

উমরের মায়ের DNA নমুনা সংগ্রহ 

Advertisements

সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে পুলিশ জানায়, সোমবার সকাল ৭ টা নাগাদ দিল্লি-ফরিদাবাদ সীমানায় বদরপুর টল প্লাজা দিয়ে দিল্লিতে ঢোকে একটি হুন্ডাই আই২০। গাড়িটি চালাচ্ছিলেন উমর নবী। দিনভর শহর ঘুরে দুপুর ৩.১৯ মিনিট নাগাদ গাড়িটি সুনহেরি মসজিদ-এর পার্কিং এ ঢুকে প্রায় ৩ ঘণ্টা দাঁড়িয়ে থাকে।

এরপর ৬.২২ নাগাদ সেখান থেকে বেরিয়ে সুভাষ মার্গে ওঠে গাড়িটি। চাঁদনী চকের ইলেকট্রনিক্স বাজার সিগন্যাল থেকে ইউ টার্ন নিয়ে লাল কেল্লার সমান্তরাল রাস্তার সিগন্যালে দাঁড়াতেই ৬.৫২ মিনিটে বিস্ফোরণ (Delhi Blast)। ঘটনাস্থলেই মৃত্যু হয় উমরের বলে জানিয়েছেন তদন্তকারীরা। ওই গাড়ি থেকে সংগ্রহ কড়া নমুনা উমরের কিনা নিশ্চিত হতে তাঁর মায়ের DNA নমুনা সংগ্রহ করা হয়েছে।