উচ্চ মাধ্যমিক ফেল পড়ুয়া নিটে ৭২০ তে ৭০৫! NEET পরীক্ষায় দেদার কারচুপি

সুপ্রিম কোর্টের নির্দেশে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি শনিবার NEET UG 2024 পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষার শহর এবং কেন্দ্র অনুসারে ফলাফল প্রকাশ করা হয়েছে। দুপুর…

সুপ্রিম কোর্টের নির্দেশে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি শনিবার NEET UG 2024 পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষার শহর এবং কেন্দ্র অনুসারে ফলাফল প্রকাশ করা হয়েছে। দুপুর ১২টায় NTA তাদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। সংশোধিত ফলাফলে গুজরাতের অনেক কেন্দ্রের ফলাফলে চমক রয়েছে।

রাজকোটের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং সেন্টারে মোট ১৯৬৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এতে ৮৫ শতাংশ শিক্ষার্থীর নম্বর কাট অফের ওপরে। এই কেন্দ্রের ১২ জন ৭০০-র বেশি নম্বর পেয়েছে। ৬০০ থেকে ৭০০-র মধ্যে পেয়েছে ২৪৮ জন। ডিপিএস আহমেদাবাদে চারজন ছাত্র ৭১০ নম্বর পেয়েছে। চারজন ৭০৫ নম্বর পেয়েছে।

   

গুজরাতে আনন্দ কেন্দ্রে ৫৯০ জন পরীক্ষা দিয়েছে। তার মধ্যে ৩৮৩ জনের নম্বর ১৬৪-এ বেশি। এর মধ্যে ১৮ জন আবার ৬১০ এর বেশি নম্বর পেয়েছে নিট ইউজিতে। এই কেন্দ্রে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এক ছাত্রী। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফেল করলেও নিটে তিনি পেয়েছেন ৭০৫। তাঁড় প্রাপ্ত নম্বর নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

২১ জুলাইয়ের আগে ইন্ডি জোট বিধায়ককে গ্রেফতার করল ইডি

গত ৫ মে, রবিবার নিট ইউজি পরীক্ষা হয়। ওই দিনই পটনার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্নের ফোটোকপি বিলি করার অভিযোগ পায় পুলিশ। তদন্তকারীদের অনুমান, নিট কেলেঙ্কারির জাল ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, গুজরাত, ওড়িশা, মধ্যপ্রদেশ, কর্নাটক-সহ একাধিক রাজ্যে।

২০১৩ সাল থেকে নিট পরীক্ষার মাধ্যমে সর্বভারতীয় স্তরে মেডিক্যাল কলেজে ভর্তি শুরু হয়েছে। তার আগে রাজ্যের বোর্ডগুলি পৃথকভাবে মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষা নিত। সেই পরীক্ষার মাধ্যমে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে শিক্ষার্থীরা ভর্তি হতেন। কিন্তু ২০১৪-২০১৫ সালেও এই ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি, কারণ বিভিন্ন বোর্ডের আপত্তি ছিল।

২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে স্থির হয়, সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে ২০১৬ সাল থেকে নিট পরীক্ষা কেন্দ্রীয় ভাবে হলেও এই ‘দুর্নীতি’র কথা এবারই প্রথম প্রকাশ্যে আসে। ৪ জুন লোকসভা ভোটের দিন নিটের ফলাফল প্রকাশ করে এনটিএ।

পড়ুয়াদের বিক্ষোভে রক্তাক্ত বাংলাদেশ, জীবন নিয়ে ফিরছেন ভারতীয় ছাত্র-ছাত্রীরা

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (২০২৪) বাতিলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়। মামলাকারীরা অভিযোগ করেন যে, এবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। অন্যান্য অনিয়মও হয়েছে। এরপর একযোগে সমস্ত মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। এই মামলার পরবর্তী শুনানি ২২ জুলাই।