নিট ‘দুর্নীতি’ ইস্যুতে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল মোদী সরকার

নিট ‘দুর্নীতি’ (NEET Scam) ইস্যুতে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল মোদী সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এবং কেন্দ্রের কাছ থেকে নিট-ইউজি, ২০২৪-এ প্রশ্নপত্র ফাঁস নিয়ে…

নিট ‘দুর্নীতি’ (NEET Scam) ইস্যুতে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল মোদী সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এবং কেন্দ্রের কাছ থেকে নিট-ইউজি, ২০২৪-এ প্রশ্নপত্র ফাঁস নিয়ে জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে আদালতের হুঁশিয়ারি, যদি কারও তরফে ০.০০১ শতাংশ গাফিলতি থেকে থাকে, তাহলে খতিয়ে দেখা উচিত।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশ্য প্রথম থেকেই প্রশ্ন ফাঁস সহ নিটে ‘দুর্নীতি’র অভিযোগ মানতে চাননি। কিন্তু সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণে এটা পরিষ্কার যে, পরীক্ষায় অনিয়ম হয়েছে। এখন দেখার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এবং কেন্দ্রে সুপ্রিম কোর্টকে কী জবাব দেয়।

   

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (২০২৪) বাতিলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়। মামলাকারীরা অভিযোগ করেন যে, এবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। অন্যান্য অনিয়মও হয়েছে।

উপনির্বাচনের প্রার্থীদের নিয়ে তুমুল ক্ষোভ বিজেপিতে! উঠছে প্রার্থী বদলের দাবি

২০১৩ সাল থেকে নিট পরীক্ষার মাধ্যমে সর্বভারতীয় স্তরে মেডিক্যাল কলেজে ভর্তি শুরু হয়েছে। তার আগে রাজ্যের বোর্ডগুলি পৃথকভাবে মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষা নিত। সেই পরীক্ষার মাধ্যমে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে শিক্ষার্থীরা ভর্তি হতেন। কিন্তু ২০১৪-২০১৫ সালেও এই ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি, কারণ বিভিন্ন বোর্ডের আপত্তি ছিল।

২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে স্থির হয়, সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে ২০১৬ সাল থেকে নিট পরীক্ষা কেন্দ্রীয় ভাবে হলেও এই ‘দুর্নীতি’র কথা এবারই প্রথম প্রকাশ্যে আসে।

বক্তৃতা চলাকালীন আচমকা বুকে ব্যথা! মর্মান্তিক পরিণতি বিজেপির হেভিওয়েট নেতার

গত ৫ মে, রবিবার নিট ইউজি পরীক্ষা হয়। ওই দিনই পটনার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্নের ফোটোকপি বিলি করার অভিযোগ পায় পুলিশ। তদন্তকারীদের অনুমান, নিট কেলেঙ্কারির জাল ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, গুজরাত, ওড়িশা, মধ্যপ্রদেশ, কর্নাটক-সহ একাধিক রাজ্যে।