নিট কেলেঙ্কারিতে এবার বিহারের মাফিয়া যোগ! ১৩ গ্রেফতারিতে বাতিল গোটা পরীক্ষাই?

   নিট পরীক্ষায় এবার কারচুপির বড়সড় তথ্য সামনে এল বলে মনে করা হচ্ছে। উঠে আসছে এক মাফিয়ার নাম। পরীক্ষার্থী প্রতি ৩০-৩২ লাখ টাকা নেওয়ার অভিযোগ।…

NEET Scam 2024
  

নিট পরীক্ষায় এবার কারচুপির বড়সড় তথ্য সামনে এল বলে মনে করা হচ্ছে। উঠে আসছে এক মাফিয়ার নাম। পরীক্ষার্থী প্রতি ৩০-৩২ লাখ টাকা নেওয়ার অভিযোগ। বিহার থেকেই কী গোটা কারচুপির ব্লু-প্রিন্ট তৈরী? ১৩ জনের গ্রেফতারিতে কারচুপি জালের আরও গভীরে তদন্তকারীরা?

মেডিক্যাল এন্ট্রান্সের পরীক্ষা বিতর্কে এবার নতুন মোড়। এবার পরীক্ষা-মাফিয়ার চাঞ্চল্যকর স্বীকারোক্তি নিয়ে শুরু জোরদার জলঘোলা। প্রায় ২৬ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত হতে চলেছে এর ফলে, এমনটাই আশঙ্কা শিক্ষা মহলের।

   

অমিত আনন্দ-বিহারের কুখ্যাত পরীক্ষা-মাফিয়ার স্বীকারোক্তিতে নতুন মোড় এসেছে গোটা তদন্তপ্রক্রিয়ায়। অভিযোগ যে খোদ সরকারি দপ্তরেই বসে এই ডিল করেছেন প্রধান অভিযুক্ত আনন্দ। পরীক্ষার ঠিক আগের দিনই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল এমন বিস্ফোরক স্বীকারোক্তি খোদ অমিত আনন্দের। এমনকি এর আগেও নাকি এমন অপকর্ম বহুবার তিনি করেছেন বলে জানিয়েছেন তিনি।

তদন্তে নেমে পুলিশ অভিযুক্তর ফ্ল্যাট থেকে অর্ধদগ্ধ প্রশ্ন এবং উত্তরপত্র বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে। বিহারের দানাপুর পুরসভার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সিকন্দরের অফিসে বসেই এই গোটা কাজ করা হয়েছিল। এই চক্রের সাথে যুক্ত পরীক্ষার্থীদের শুধু প্রশ্ন ফাঁসই নয়, সেই সাথে গোটা রাত ধরে উত্তরও মুখস্ত করানো হয়েছিল বলে জানা যাচ্ছে। অমিত, সিকন্দর সহ আরও ১২ জন এই মুহূর্তে বিহার পুলিশের হেফাজতে রয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজন পরীক্ষার্থীও রয়েছে বলে জানা গিয়েছে।

মোদীর মন্ত্রীর নাকানিচোবানি, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ লিখতে গিয়ে এ কী লিখলেন!

মজার বিষয় এবারের পরীক্ষায় ৬০ জনেরও বেশি প্রথম স্থান পেয়েছে। এদের মধ্যে ৬ জন আবার একই কেন্দ্রের পরীক্ষার্থী। সব মিলিয়ে যে সন্দেহ প্রথম থেকেই উঁকি মারছিল, এবার কি সেটাই সত্যি বলে প্রমানিত হতে চলেছে? ইতিমধ্যেই যারা গোটা বিষয়টির বিভাগীয় তদন্ত করছে, সেই পাটনা ই.ও.ইউ (E.O.U)-এর কাছে রিপোরট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র।

অভিন্ন মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় বেনিয়মের অভিযোগে প্রায় ১২ টি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। ঘটনাচক্রে যেদিন এই মামলার শুনানি, সেইদিনই এই গোটা বিষয়টি সামনে এল। যদিও এখনও কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। কিন্তু এই মুহূর্তে যে চমকে দেওয়ার মত সত্যি সামনে আসছে, তাতে কি গোটা পরীক্ষা প্রক্রিয়াই বাতিল করা হতে পারে? সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউজিসি নেট পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করে সিবিআই তদন্তের ঘোষণা করা হয়েছে। এবার নিট এর ক্ষেত্রেও সেই একই ভবিতব্য অপেক্ষা করছে কিনা, সেদিকেই তাকিয়ে ২৬ লক্ষ পরীক্ষার্থী এবং তাদের পরিবার পরিজন।