দেশজুড়ে নিট এবং নেট বিতর্কের মাঝেই বড় খবর প্রকাশ্যে এল। প্রকাশিত হল নিট পিজি ২০২৪ (NEET PG 2024) পরীক্ষার সময়সীমা। জানা গিয়েছে, NEET PG 2024 আগামী ১১ আগস্ট দুটি শিফটে পরিচালিত হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি হল।
আগামী ১১ আগস্ট দেশের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে দুই শিফটে। পরীক্ষাটি সিবিটি মোডে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস দ্বারা পরিচালিত হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট natboard.edu.in গিয়ে বোর্ড কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
এমডি, এমএসের মতো পিজি মেডিক্যাল কোর্সের প্রবেশিকা পরীক্ষা নিট পিজি পরীক্ষা কবে পরিচালিত হবে, সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। কেন্দ্রীয় সরকারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন পরীক্ষার কয়েক ঘন্টা আগে নিট পিজি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে। আগে থেকে কোনো কাগজের সেট থাকবে না, যেমনটা আগে ছিল। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিট পিজি পরীক্ষা ২৩ জুন হওয়ার কথা ছিল। কিন্তু এর কয়েক ঘণ্টা আগে ২২ জুন রাত ১০টায় তা স্থগিত করার সিদ্ধান্ত হয়। কারণ তার আগে নিট নিয়ে হইচই পড়ে গিয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁসের কারণে ইউজিসি নেট পরীক্ষাও বাতিল করতে হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রকের আশঙ্কা, নিট পিজিতেও কোনও ত্রুটি থাকবে না।
NEET PG 2024 will be conducted on 11th August in two shifts pic.twitter.com/y2nAvDurPD
— ANI (@ANI) July 5, 2024