হায়দরাবাদ: শুক্রবার রাতে হোস্টেলে (Hostel) খাবার খাওয়ার পরেই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন প্রায় ৫৪ জন ছাত্র। নাগাড়ে বমি এবং পেট ব্যাথার জেরে তাঁদের দ্রুত একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telengana) গাডোয়াল জেলার ধর্মাভরমের রাজ্য পরিচালিত একটি সরকারি কল্যাণ ছাত্রাবাসে।
জানা গিয়েছে, সরকারি ওই ছাত্রাবাসে প্রায় ১৪০ জন ছাত্র থাকেন। শুক্রবার রাতে ১১০ জন ছাত্র হোস্টেলে ছিলেন। রাতে তাঁদের ফুলকপি এবং বাঁধাকপি দিয়ে তৈরি তরকারি খেতে দেওয়া হয়। যা খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৫৪ জন ছাত্র। জেলাশাসক বি এম সন্তোষ জানিয়েছেন, ছাত্ররা অসুস্থ হয়ে পড়ায় তাদ্র দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসার পর শনিবার সকালে তাঁদের মধ্যে ৩২ জন ছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন বিকেলের মধ্যে আরও ২২ জন ছাত্রকে ছেড়ে দেওয়া হইবে বলে জানা গিয়েছে। জেলাশাসক সন্তোষ জানিয়েছেন, ঘটনার কারণ নির্ণয়ের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। যেহেতু ডিমও এর কারণ বলে সন্দেহ করা হচ্ছে, তাই নমুনা পাওয়া গেলে তা সংগ্রহ করে পরীক্ষার জন্য খাদ্য পরিদর্শকের কাছে পাঠানো হবে।
এক মাস আগেই এই হোস্টেল (Hostel) পরিদর্শন করেছিলেন বলে জানান জেলাশাসক বি এম সন্তোষ। তিনি বলেন, প্রতি সপ্তাহে পূর্ব নোটিশ ছাড়াই কমপক্ষে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। সংশ্লিষ্ট হোস্টেলের খাদ্য সুরক্ষা কমিটির সদস্যরা খাওয়ার পরে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করা হয়।
সদস্যরা খাবার তৈরিতে ব্যবহৃত শাকসবজি এবং অন্যান্য মুদিখানার দ্রব্যের মান পরীক্ষা করেন। কালেক্টর বলেন যে, তহসিলদাররা বর্তমানে মাসে দু’দিন ওয়েলফেয়ার হোস্টেল পরিদর্শন করলেও, সপ্তাহে একবার পরিদর্শনের সংখ্যা বৃদ্ধি করার নির্দেশ জারি করা হবে।
