পাটনা: নির্বাচন আবহে ফের NDA সরকারকে বিঁধলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব। বুধবার তিনি কটাক্ষ করে বলেন, “NDA সরকারের কোনও দূরদর্শিতা নেই, ওরা আসলে নকলবাজ!” এদিন পাটনায় ‘অতি পিছড়া ন্যায় সংকল্প’ (অতিরিক্ত পিছিয়ে পড়া জাতির ন্যায় সংকল্প) উদ্বোধনের অনুষ্ঠানে তেজস্বী অভিযোগ করেন যে, শাসকদল জেডিইউ তাঁর ঘোষিত সব প্রকল্প ‘নকল’ করছে। এদিনের জনসভায় তিনি বলেন, “হয়ত ওরা আমার আজকের ঘোষিত প্রকল্পকেও নকল করবে”।
পাশাপাশি, NDA-র দ্বারা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার “হাইজ্যাক” হয়ে গেছেন বলেও তির্যক মন্তব্য করেন আরজেডি নেতা। তিনি বলেন, “২০০৫ থেকে ২০২৫-এর মধ্যে নীতিশ কুমার হাইজ্যাক হয়ে গেছেন। তিনি জানেনই না যে কি করছেন?” বিহারের সরকার আদপে চালাচ্ছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বলে দাবি করেন তিনি। অন্যদিকে, বিহারে ইন্ডি জোটের শরীক দল ক্ষমতায় আসলে “টেন পয়েন্ট প্রোগ্রাম” কার্যকর হবে বলে ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
“শুধুমাত্র বিহার নয়, বরং সমগ্র দেশের মানুষের কাছ থেকেই অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে”, বলে দাবি করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মূলত, আসন্ন নির্বাচনে ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে কংরেস-আরজেডি। এনডিএ শরীক জেডিইউ-কে হারিয়ে বিহারের শাসনভার তুলে নিতে তেজস্বীর উপরেই ভরসা করছে কংগ্রেসের একাংশ।
রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার পর বিহার অধিকার যাত্রা করেছেন আরজেডি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু-পুত্র তেজস্বী (Tejaswi Yadav)। ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকেই নিজেকে বিহারের মুখ্যমন্ত্রীর মুখ বলে ঘোষণা করেছিলেন তিনি। শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি, বেকারত্ব, রাজ্যে বেড়ে চলা অপরাধের বিরুদ্ধে তোপ দেগে আসছেন তিনি। আসন্ন নির্বাচনে বিহারে (Bihar assembly Election) বিরোধীদের মাটি শক্ত হবে কিনা সেই দিকেই বর্তমানে চোখ রেখেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
