১৭০-র বেশি আসনে এনডিএ এগিয়ে, অনেকটা পিছিয়ে ৬৫-তে ‘ইন্ডিয়া’ জোট

NDA Bihar lead Nitish Kumar clear majority

পাটনা: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হতেই স্পষ্ট হতে শুরু করেছে রাজনৈতিক দিকচিত্র। প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, এনডিএ জোট স্বচ্ছন্দে সংখ্যাগরষ্ঠের গণ্ডি পেরিয়ে শক্ত অবস্থান দখল করেছে, আর মহাগঠবন্ধন অনেকটাই পিছিয়ে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জোটের এই ঊর্ধ্বমুখী ধারা এক প্রকার নিশ্চিত করছে তাঁর আরও এক দফার শাসন।

Advertisements

এনডিএ এগিয়ে ১৭৬টি আসনে

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৪৩টি আসনের মধ্যে এনডিএ এগিয়ে ১৭৬টি আসনে। বিজেপি একাই ৭৬টি আসনে, আর জেডিইউ ৭৭টি আসনে অগ্রগণ্য। চিরাগ পাসওয়ানের এলজেপি (আরভি) ১৮টি আসনে এগিয়ে থেকে স্পষ্ট প্রভাব রেখেছে এই নির্বাচনী জমিনে। বিপরীতে, মহাগঠবন্ধন প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় বিরোধী শিবিরে অস্বস্তি বাড়ছে।

   

ভোটগ্রহণ শুরুর আগেই আত্মবিশ্বাসী মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেছিলেন, “আর কয়েক ঘণ্টা অপেক্ষা, সুশাসনের সরকারই ফিরে আসবে।” গণনার শুরুতেই সেই অনুমান বাস্তবের কাছাকাছি পৌঁছেছে।

১৯৫১ সালের পর সর্বোচ্চ ভোটদান

নির্বাচন কমিশন জানিয়েছে, ৬ ও ১১ নভেম্বর দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটদানের হার পৌঁছেছে ৬৭.১৩ শতাংশে, যা ১৯৫১ সালের পর সর্বোচ্চ। নারী ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য—৭১.৭৮ শতাংশ নারী ভোটের অংশগ্রহণ এই নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিক। পুরুষ ভোটারদের ভোটদানের হার ৬২.৯৮ শতাংশ।

ভোটগ্রহণ পর্বে কোনও অনিয়ম বা অসদাচরণ ধরা না পড়ায় কমিশন স্পষ্ট জানিয়েছে, একটিও বুথে পুনর্নির্বাচন করার প্রয়োজন পড়েনি। মোট ৯০,৭৪০টি বুথেই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

Advertisements

শুক্রবার সকাল ৮টায় শুরু হয়েছে গণনা। নিয়ম অনুযায়ী, প্রথমেই গণনা করা হচ্ছে ডাক ব্যালট। এরপর সাড়ে আটটা থেকে ইভিএম গণনা শুরু হয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ইভিএমের শেষ থেকে দ্বিতীয় রাউন্ডের আগে ডাক ব্যালট গণনা শেষ করতে হবে।

চলছে গণনা

ইভিএম গণনায় কঠোর প্রোটোকল অনুসৃত হচ্ছে। প্রতিটি রাউন্ডে কন্ট্রোল ইউনিট টেবিলে আনা হচ্ছে গণনাকারীদের উপস্থিতিতে। সিল অক্ষত রয়েছে কি না, সিরিয়াল নম্বর মিলছে কি না—সবকিছু খতিয়ে দেখে তারপর গণনা শুরু করা হচ্ছে। ইভিএমে রেকর্ড থাকা ভোটের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে ফর্ম ১৭সি (পার্ট-১)। কোনও রকম অমিল ধরা পড়লে সংশ্লিষ্ট বুথের ভিভিপ্যাট স্লিপ বাধ্যতামূলকভাবে গণনা করা হবে।

গণনা চলতে চলতেই পরিষ্কার ইঙ্গিত মিলেছে—এনডিএ-র পালে বাতাস জোরালো, আর নীতীশ কুমারের ‘সুশাসন’ উপাখ্যান আরও একবার বিহারের রাজনৈতিক মানচিত্রে প্রাধান্য পেতে চলেছে। তবে চূড়ান্ত ফল না ঘোষিত হওয়া পর্যন্ত উত্তেজনার পারদ উঁচুতেই থাকবে।