‘ডবল ইঞ্জিন’ সরকারের (NCW Complaint List) কামাল! নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে শীর্ষস্থান অধিকার করল যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ। নিন্দুকদের অনেকেই ঠাট্টার ছলে বলছেন, উত্তর প্রদেশের মুকুটে এ এক নতুন পালক! দ্বিতীয় স্থানে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি। এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) এই বছর এখনও পর্যন্ত হয়রানি থেকে গার্হস্থ্য হিংসার মতো ১২,৬০০টি অভিযোগ পেয়েছে। বেশিরভাগ অভিযোগ মর্যাদার অধিকার বিভাগের সঙ্গে সম্পর্কিত। গার্হস্থ্য হিংসা ছাড়া অন্যান্য নানা ধরনের হেনস্থা এই বিভাগের আওতায় পড়ে। এই বিভাগে ৩ হাজার ১০৭টি অভিযোগ জমা পড়েছে।
গার্হস্থ্য হিংসার ৩৫৪৪টি অভিযোগ জমা পড়েছে। জাতীয় মহিলা কমিশনের তথ্য অনুযায়ী, পণপ্রথায় হেনস্থার অভিযোগ ১,৯৫৭টি, শ্লীলতাহানির অভিযোগ ৮১৭টি, মহিলাদের বিরুদ্ধে পুলিশের উদাসীনতার অভিযোগ ৫১৮টি এবং ধর্ষণ-ধর্ষণের চেষ্টার অভিযোগ ৬৫৭টি। এছাড়া যৌন হয়রানির ৪৯৩টি, সাইবার অপরাধের ৩৩৯টি অভিযোগ মিলেছে।
জেল থেকে ছাড়া পাচ্ছেন কেজরিওয়াল? বিরাট রায় দিল আদালত
চলতি বছর উত্তর প্রদেশে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে ৬ হাজার ৪৭০টি। দিল্লি থেকে জমা পড়েছে ১ হাজার ১১৩টি অভিযোগ। তালিকায় এরপর রয়েছে মহারাষ্ট্র ও বিহার। সেখানে অভিযোগের সংখ্যা যথাক্রমে ৭৬২ ও ৫৮৪। অন্য রাজ্যগুলিতে অভিযোগের সংখ্যা: বিহার – ৫৮৪, মধ্যপ্রদেশ – ৫১৪, হরিয়ানা ৫০৬, রাজস্থান – ৪০৮, তামিলনাড়ু – ৩০১।
নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের নিরিখে অষ্টম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ বাংলা থেকে মাত্র ৩০৭টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগের তালিকার শীর্ষে থাকা প্রথম ৭ রাজ্যের মধ্যে ৬টিই বিজেপি শাসিত রাজ্য। একমাত্র দিল্লি ব্যতিক্রম। এক্ষেত্রে বলে রাখা ভালো, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল। দিল্লির আইনশৃঙ্খলার ভার কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে।
ভরা সভায় আচমকা মোদীর হাত ধরে টানলেন মুখ্যমন্ত্রী! কী হল তারপর?