৯০ কেজি মাদক সহ ১৪ জন পাকিস্তানিকে গ্রেফতার করল NCB-ATS

লোকসভা ভোটের আবহে বড় সাফল্য পেল এনসিবি এবং এটিএস। জানা গিয়েছে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং গুজরাট এটিএসের (NCB-ATS) যৌথ অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গুজরাট উপকূলে…

ncb ats

লোকসভা ভোটের আবহে বড় সাফল্য পেল এনসিবি এবং এটিএস। জানা গিয়েছে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং গুজরাট এটিএসের (NCB-ATS) যৌথ অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী গুজরাট উপকূলে আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা রেখার কাছ থেকে প্রায় ৯০ কেজি মাদক উদ্ধার করল। সেইসঙ্গে ১৪ জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করল যৌথ বাহিনী।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছিল গোয়েন্দা সংস্থাগুলি। এবার হাতেনাতে সকলকে ধরে ফেলল এনসিবি এবং এটিএস। 

   

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ ।