বিজাপুর: ছত্তিশগড়ের বিজাপুরে ফের রক্তাক্ত নকশাল হামলা। সোমবার সকালে ন্যাশনাল পার্ক এলাকায় জেলা রিজার্ভ গার্ডের (DRG) একটি দল তল্লাশি চালানোর সময় নকশালদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে শহিদ হন জওয়ান দীনেশ নাগ। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
নিরাপত্তা বাহিনী টানা অভিযান
এদিকে, রাজ্যে নকশাল দমনে নিরাপত্তা বাহিনী টানা অভিযান চালাচ্ছে। রবিবার গারিয়াবন্দ জেলায় সংঘর্ষের পর উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। আত্মসমর্পণ করা এক নকশালের দেওয়া তথ্যের ভিত্তিতে গোবরা রোডের পাহাড়ি জঙ্গলে মাওবাদীদের একটি গোপন ডাম্প থেকে মেলে চারটি BGL রাউন্ড, একটি হ্যান্ড গ্রেনেড, ১৫ রাউন্ড INSAS গুলি ও ম্যাগাজিন, একটি SLR ম্যাগাজিন, ১৫টি জেলেটিন রড, ৫০টি ডেটোনেটর এবং নগদ ১৬.৫০ লক্ষ টাকা।
চারজন মাওবাদীর আত্মসমর্পণ Naxal IED Blast In Chhattisgarh
সম্প্রতি চারজন মাওবাদী আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। তাঁদের মধ্যে দীপক ওরফে ভীমা মাণ্ডভী ছিলেন ডিভিশনাল এরিয়া কমিটি মেম্বার (DVCM)। কাইলাশ ওরফে ভীমা ভোগাম ও রানিতা ওরফে পাইকি ছিলেন এরিয়া কমিটি মেম্বার (ACM)। অপর আত্মসমর্পণকারী সুজিতা ওরফে করম। দীপকের মাথায় ছিল ৮ লক্ষ টাকার পুরস্কার, ভোগাম ও পাইকির মাথায় ৫ লক্ষ টাকা করে এবং করমের উপর ঘোষণা ছিল ১ লক্ষ টাকার পুরস্কার। এই আত্মসমর্পণ নিঃসন্দেহে মাওবাদী সংগঠনের জন্য বড় ধাক্কা।
সেনা জওয়ানদের মধ্যে আত্মহননের প্রবণতা
তবে শুধু নকশালবিরোধী অভিযানে সাফল্য নয়, নিরাপত্তা বাহিনীর মধ্যে একের পর এক আত্মহননের ঘটনা ছায়া ফেলছে রাজ্যে। শনিবার বালোদ জেলার ডালিরাজহারা থানায় এএসআই হীরামন মাণ্ডভী নিজের ব্যারাকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তারও আগে ৬ আগস্ট দুর্গ জেলায় এক পুলিশকর্মী সরকারি কোয়ার্টারে আত্মহত্যা করেন। ৩ আগস্ট কণ্ডাগাঁও জেলায় ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর (CAF) এক কর্মী সার্ভিস রাইফেল দিয়ে নিজের জীবন শেষ করেন।
একদিকে মাওবাদী দমন অভিযান জোরদার হলেও, অন্যদিকে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে মানসিক চাপ ও আত্মহননের প্রবণতা প্রশাসনের কাছে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠছে।
Bharat: A DRG jawan was martyred in an IED blast by Naxals in Bijapur, Chhattisgarh. This attack comes amid a major anti-Naxal operation, where security forces recovered a large arms cache and four key Maoists surrendered, including a DVCM member.