National Herald: ফের জেরা রাহুল গান্ধীর, দেশজুড়ে রাজভবন ঘেরাও করবে কংগ্রেস

সোমবার থেকে একটানা ইডি দফতরে হাজিরা দিতে হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি৷ তবুও রাহুল গান্ধীর উত্তরে সন্তুষ্ট নয় ইডি। শুক্রবার ফের তলব করা হয়েছে তাঁকে।

Advertisements

ইডি সূত্রে খবর, বুধবার সকাল ১১ টা ৩৫ নাগাদ ইডি দফতরে হাজিরা দেন ওয়ানাডের সাংসদ। একাধিক নথি দেখিয়ে এদিন রাহুল গান্ধীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা। এরপর রাত ৯ টা নাগাদ ইডি অফিস থেকে বেরিয়ে যান তিনি।

গত সোমবার থেকে তিন দিন ধরে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। ইডি-সিবিআইকে ব্যবহার করে বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে। অভিযোগ তোলেন কংগ্রেস নেতারা৷ সোমবার দিল্লির একাধিক জায়গায় বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা৷ এরপর মঙ্গলবার থেকে কংগ্রেস দফতরের বাইরে ১৪৪ ধারা জারি করে দিল্লি পুলিশ৷ মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী।

Advertisements

বুধবার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ স্যোশাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে কিছু পুলিশকে কংগ্রেস দফতরে প্রবেশ করতে দেখা যায়৷ প্রতিবাদে আগামীকাল দেশজুড়ে রাজভবন অভিযানের ডাক দিয়েছে কংগ্রেস। আগামী পরশু জেলায় জেলায় বিক্ষোভ দেখাবে কংগ্রেস।