জাতীয় পতাকার রং হতে পারে গেরুয়া, বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর

Rural Development and Panchayat Minister KS Eshwarappa

বিতর্ক যেন কর্নাটক বিজেপির পিছু ছাড়ছে না। ফের এক নতুন বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা। বিজেপির এই প্রবীণ নেতা তথা মন্ত্রী বলেন, আগামী দিনে গেরুয়া পতাকা হয়ে উঠতে পারে দেশের জাতীয় পতাকা। যথারীতি এই মন্তব্য প্রকাশ্যে আসতেই গোটা দেশজুড়ে শুরু হয়েছে নিন্দা ও সমালোচনার ঝড়। 

এক অনুষ্ঠানে সাংবাদিকরা ঈশ্বরাপ্পার কাছে জানতে চান, ভবিষ্যতে কি লালকেল্লায় গেরুয়া পতাকা তোলা হবে? এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এখনই নয়। তবে হয়তো ভবিষ্যতে কোনও দিন হবে। একটা সময় ছিল যখন আমরা বলতাম, অযোধ্যায় একদিন রাম মন্দির তৈরি হবে। তখন আমাদের এই কথায় অনেকেই হাসতেন। কিন্তু এটাই বাস্তব যে, অযোধ্যায় বিশাল রাম মন্দির তৈরি হচ্ছে। ঠিক একইভাবে ভবিষ্যতে হয়তো বা ১০০, ২০০ বা ৫০০ বছর পরে একদিন গেরুয়া পতাকাই হবে ভারতের জাতীয় পতাকা। সেদিন লালকেল্লা থেকে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে সরিয়ে দিয়ে গেরুয়া পতাকা উত্তোলন করা হবে। 

   

মন্ত্রীর যুক্তি হল, কয়েকশো বছর আগে রামচন্দ্রের রথের মাথায় গেরুয়া পতাকাই উড়ত। তখন আমাদের দেশে কি ত্রিবর্ণ পতাকা ছিল, বলে পাল্টা প্রশ্ন করেন মন্ত্রী। 

মন্ত্রী বলেন, অনেক পরে আমাদের দেশের পতাকা হয়েছে ত্রিবর্ণ রঞ্জিত। কিন্তু এমন একদিন আসবে, যখন ভারতে হিন্দু ধর্ম বিরাজ করবে। সেই সময় লালকেল্লা থেকে আমরা গেরুয়া পতাকা তুলব। তবে দেশের বর্তমান জাতীয় পতাকাকেও যথোপযুক্ত সম্মান জানানোর কথা বলেছেন মন্ত্রী। তিনি বলেন, যেহেতু দেশের সংবিধান ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে জাতীয় পতাকার মর্যাদা দিয়েছে তাই সকলেরই উচিত তার সম্মান বজায় রাখা। যে জাতীয় পতাকাকে সম্মান করবে না তাকে দেশদ্রোহী বলে চিহ্নিত করা হবে। 

আগামী দিনে দেশের জাতীয় পতাকা গেরুয়া বর্ণের হবে, এই মন্তব্য সামনে আসতেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজেপি নেতার কড়া সমালোচনা করা হয়েছে। নেটিজেনদের পক্ষ থেকে অনেকেই মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের নিন্দা করেছেন। তাঁরা বলেছেন, একজন দায়িত্ববান মন্ত্রী হিসেবে ঈশ্বরাপ্পার কখনওই এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন