সেই চিকমাগালুরেই ভরসা, ইন্দিরাকে অনুসরণ প্রিয়াঙ্কার

কংগ্রেস শাসিত কর্নাটক থেকে লোকসভায় প্রার্থী হতে পারেন (Priyanka Gandhi) প্রিয়াঙ্কা গান্ধী। যে কেন্দ্র থেকে সংসদে গেছিলেন ইন্দিরা গান্ধী ‌সেই চিকমাগালুর কেন্দ্র থেকে প্রিয়াঙ্কাকে দাঁড়…

short-samachar

কংগ্রেস শাসিত কর্নাটক থেকে লোকসভায় প্রার্থী হতে পারেন (Priyanka Gandhi) প্রিয়াঙ্কা গান্ধী। যে কেন্দ্র থেকে সংসদে গেছিলেন ইন্দিরা গান্ধী ‌সেই চিকমাগালুর কেন্দ্র থেকে প্রিয়াঙ্কাকে দাঁড় করানোর ব্যাপারে জল্পনা শুরু হয়েছে রাজধানীর আকবর রোডের AICC দপ্তরে‌।

   

মানহানির মামলায় সাংসদ পদ খুইয়েছেন রাহুল গান্ধী।শাস্তি মকুব না হলে আগামী লোকসভা ভোটে প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অসুস্থতার কারণ নিয়ে সোনিয়া গান্ধীর প্রার্থী হওয়া নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে গত কয়েক বছর ধরে সক্রিয় হওয়া ইন্দিরা নাতনি প্রিয়াঙ্কাকে সংসদীয় রাজনীতিতে ব্যবহার করতে তৎপর হয়েছে কংগ্রেস হাই কম্যান্ড।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই পরিবারতন্ত্র নিয়ে গান্ধী পরিবারকে আক্রমণ করুন না কেন দেশে সর্বপ্রাচীন দল কংগ্রেসের অন্দরমহলে তাদের গ্রহণযোগ্যতা আজও সংশয়ের অতীত একথা মানছেন কংগ্রেসের সমর্থক ও একাধিক রাজনৈতিক বিশ্নেষকরা। বিজেপির অন্দরেও এমন আলোচনা।

রাহলকে প্রচারে রেখে গান্ধী পরিবারের প্রিয়াঙ্কাকে লোকসভায় পাঠাতে উদ্যোগী কংগ্রেস। সদ্য বিজেপিকে হারিয়ে কর্ণাটকে ফিরেছে কংগ্রেস। সূত্রের খবর, প্রিয়াঙ্কার জন্য কর্নাটকের চিকমাগালুর লোকসভা আসনকে চিহ্নিত করা হয়েছে‌। ওই কেন্দ্রের সাথে গান্ধী পরিবার জড়িয়ে আছে। বর্তমানে ওই কেন্দ্র বিজেপির দখলে। প্রিয়াঙ্কাকে সামনে রেখে ওই আসন ফিরে পেতে চায় কংগ্রেস।

কংগ্রেস সভাপতি ও কর্ণাটকের ভূমিপুত্র মল্লিকার্জুন খাড়গেও কর্ণাটকথেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে কংগ্রেস সূত্রে জানা গেছে।