দীর্ঘ কয়েক বছর পর কাশ্মীরে ফের একবার বিধানসভা ভোট (Assembly Elections 2024) অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, কাশ্মীর ঘাঁটিতে মোট ৩ দফায় ভোট হবে। এদিকে আসন্ন এই ভোটকে পাখির চোখ করে বড় ঘোষণা করল ন্যাশনাল কনফারেন্স। আসন্ন এই ভোটে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস এক জোট হয়ে লড়বে বলে ঘোষণা করে দেওয়া হল।
জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। এদিকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে বুধবার শ্রীনগরে পৌঁছেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা এবং অন্যান্য নেতাদের সাথে দেখা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। আর এই বৈঠকের পর ন্যাশনাল কনফারেন্স সভাপতি ঘোষণা করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স একসঙ্গে ৯০টি বিধানসভা আসনে লড়বে।
বৈঠকের পর ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লা বলেন, ‘আমরা আর কংগ্রেস একসঙ্গেই আছি। সিপিএমও আমাদের সঙ্গে যুক্ত। আমি আশা করছি যে আমাদের নেতারাও আমাদের সঙ্গে আছেন। আমরা আত্মবিশ্বাসী যে আমরা এই নির্বাচনে জয়ী হব। জম্মু ও কাশ্মীরের মানুষ বহু বছর ধরে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা আশা করছি রাজ্যের মর্যাদা ফিরে আসবে।’
আজ শ্রীনগরে জম্মু ও কাশ্মীর নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপির একত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাইলে ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লা বলেন, “কংগ্রেস এবং আমরা (এনসি) একসাথে আছি। তারিগামী সাহেবও (সিপিএমের এমওয়াই তারিগামি) আমাদের সঙ্গে আছেন। আমি আশা করি যে আমাদের জনগণ আমাদের সাথে থাকবে যাতে আমরা জয়ী হতে পারি এবং জনগণের জন্য আরও ভাল কিছু করতে পারি।”
#WATCH | Srinagar, J&K: After meeting with Congress chief Mallikarjun Kharge and Lok Sabha LoP Rahul Gandhi, National Conference President Farooq Abdullah says, “The meeting was held in a very cordial atmosphere. The alliance is on track and it will go on well with God’s… pic.twitter.com/eybjQkXaSM
— ANI (@ANI) August 22, 2024