প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে গান্ধী জয়ন্তী পর্যন্ত ‘সেবা পক্ষ’ পালন করবে দেশ

Bihar Celebrates Global Ambitions as Modi Pushes Chhath for UNESCO

দেশে শুরু হতে চলেছে এক বিশেষ সামাজিক উদ্যোগ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া  ঘোষণা করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে এবংভারতীয় জনতা পার্টি (বিজেপি)র পক্ষ থেকে পালিত হবে ‘সেবা পক্ষ’ বা সেবার পক্ষকাল। এই দুই সপ্তাহব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রী মোদির “সেবা হি সংগঠন”দর্শনের প্রতিফলন।

Advertisements

‘সেবা পক্ষ’-এর উদ্দেশ্য ও তাৎপর্য

   

মনসুখ মাণ্ডবিয়া জানিয়েছেন, এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য হলো সেবা, সমাজকল্যাণ, স্বাস্থ্যসচেতনতা এবং জাতি গঠন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলেছেন, “দেশ গড়ার প্রথম ধাপ সমাজের সেবা।” তাই এই সেবা পক্ষকালে সাধারণ মানুষের জন্য নানা উদ্যোগ নেওয়া হবে, যার মধ্যে থাকবে:

স্বাস্থ্য শিবিরের আয়োজন

স্বচ্ছতা অভিযান

গাছ লাগানো ও পরিবেশ রক্ষা কর্মসূচি

দরিদ্র ও অভাবীদের সহায়তা প্রদান

যুব সমাজকে সচেতন করতে বিভিন্ন প্রচার কার্যক্রম

বিজেপির পক্ষ থেকে দেশের প্রতিটি প্রান্তে কর্মীরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবেন।

বিজেপি যুব মোর্চার উদ্যোগ: নমো যুব রান’

এই দিনেই নয়াদিল্লির বিজেপি সদর দফতরে ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM)-এর ‘নমো যুব রান’কর্মসূচির উদ্বোধন করেন মাণ্ডবিয়া। তিনি জানান, যুব সমাজের মধ্যে ফিটনেস, স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক সেবা প্রচারের লক্ষ্যে এই বিশেষ প্রচারণা শুরু হয়েছে। মাণ্ডবিয়া বলেন, “প্রধানমন্ত্রী মোদীর ১১ বছরের নেতৃত্বে দেশ উন্নতির পথে এগিয়ে চলেছে। তাঁর চিন্তা ও কর্মের মাধ্যমে তিনি জাতির জন্য অসাধারণ অবদান রেখেছেন। আজ দেশ এগিয়ে যাচ্ছে, নতুন ভারত গড়ে উঠছে।”

Advertisements

সাম্প্রতিক সংস্কার: জিএসটি সহজীকরণ

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কার নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদি মাত্র তিন দিন আগে জিএসটি সিস্টেমকে সহজ করে দিয়েছেন। এখন জিএসটি মূলত ৫% ও ১৮% দুটি প্রধান স্ল্যাবে সীমাবদ্ধ। এর ফলে ব্যবসা আরও সহজ হবে এবং সাধারণ মানুষের সুবিধা হবে।

সেবা পক্ষের সম্ভাব্য কর্মসূচি

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প

রক্তদান কর্মসূচি

স্কুল ও কলেজে সচেতনতা প্রচার

নদী ও রাস্তা পরিষ্কারকরণ অভিযান

প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ উদ্যোগ

দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ

এর পাশাপাশি, স্থানীয় নেতারা ও স্বেচ্ছাসেবীরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন।১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পালিত হবে ‘সেবা পক্ষ’। স্বাস্থ্য শিবির, স্বচ্ছতা অভিযান ও সামাজিক সেবার নানা কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেবার বার্তা ছড়িয়ে দেওয়া হবে।