নরেন্দ্র মোদীর বড় ঘোষণা: উত্তরপ্রদেশে তৈরি হবে AK-২০৩ রাইফেল!

লখনউ: শিল্প, বাণিজ্যের পাশাপাশি এবার সামরিক ক্ষেত্রেও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার গ্রেটার নয়ডার আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনে মোদী…

লখনউ: শিল্প, বাণিজ্যের পাশাপাশি এবার সামরিক ক্ষেত্রেও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার গ্রেটার নয়ডার আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনে মোদী জানালেন, খুব শীঘ্রই উত্তরপ্রদেশে AK-২০৩ রাইফেল উৎপাদনের কাজ শুরু হবে।

কারখানা স্থাপনের জন্য রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত বলে জানান তিনি। এই প্রসঙ্গে এদিন মোদী বলেন, “বাইরে থেকে সামরিক সরঞ্জামের আমদানি কমিয়ে দেশের মাটিতেই আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এবার তৈরি হবে অস্ত্রও। দেশের প্রত্যেকটি জিনিসকে গর্বের সঙ্গে মেড ইন ইন্ডিয়ার (Made in India) তকমা দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে উত্তরপ্রদেশ। এই কাজে ভারতকে সাহায্য করবে রাশিয়া”।

   

সেইসঙ্গে তিনি আরও জানান, উত্তরপ্রদেশে ডিফেন্স করিডোর তৈরি করা হয়েছে। সেখানেই তৈরি হবে ব্রহ্মস মিসাইল সহ অন্যায় যুদ্ধাস্ত্র। প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর থেকে গ্রেটার নয়ডায় আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

Advertisements

এই মেলার মূল উদ্দেশ্যই হল, উদ্ভাবক, সংহতিসাধন এবং আন্তর্জাতিকীকরণ। আন্তর্জাতিক ক্রেতা এবং দেশীয় ব্যবসায়ীদের টানতে এই মেলার আয়োজন কড়া হয়েছে বলে জানা গিয়েছে। একই ছাদের তলায় একসাথে আধুনিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প এবং আগামীদিনের উদ্যোক্তারা উপকৃত হবেন।

পাশাপাশি, এদিন জিএসটি (GST) ২.০ নিয়ে কংগ্রেসের কটাক্ষের বিরুদ্ধেও সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “২০১৪-র আগে নিজেদের ব্যর্থতা ঢাকতে কংগ্রেস এবং তাদের শরীক দলগুলো মানুষকে মিথ্যে বলছে। আমরা আমজনতার রোজগার বাড়িয়েছি। এখানেই থেমে যাব না। কর কমিয়ে অর্থনীতিকে চাঙ্গা করব। জিএসটি সংস্কার চলবেই”।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News