রাম রাজ্যে গতবারের তুলনায় ‘বিরাট’ খারাপ ফল করলেন রামভক্ত মোদী

অপেক্ষার অবসান, ফের একবার বারাণসী লোকসভা আসন থেকে জিতে গেলেন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী। যদিও গতবারের তুলনায় বেশ অনেকটাই খারাপ ফল করেছেন তিনি। চলতি লোকসভা…

Modi-s reaction after the exit poll results 2024, এক্সিট পোল রেজাল্টের পর মোদীর প্রতিক্রিয়া

অপেক্ষার অবসান, ফের একবার বারাণসী লোকসভা আসন থেকে জিতে গেলেন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী। যদিও গতবারের তুলনায় বেশ অনেকটাই খারাপ ফল করেছেন তিনি। চলতি লোকসভা ভোটে তাঁর প্রাপ্ত ভোট ৬,১২,৯৭। ১,৫৩,৬১৩ ভোটের ব্যবধারে জিতেছেন তিনি।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আজ। চলছে ভোট গণনা। প্রাথমিক ট্রেন্ডে এনডিএ ৩০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। তবে ইন্ডি জোটও কড়া টক্কর দিচ্ছে। দেশের ৫৪২টি লোকসভা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজ সন্ধ্যার মধ্যেই জানা যাবে দেশে নতুন সরকার আসবে নাকি মোদী সরকার ফিরবে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আজ। এদিকে, বড় খবর আসছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যা সাতটায় দিল্লিতে দলের সদর দফতরে পৌঁছবেন। বিজেপি উদযাপনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে।  

   

বিজেপি দাবি করেছে যে এনডিএ ৪০০ ছাড়িয়ে যাবে, অন্যদিকে ভারতীয় জোটও দাবি করেছে যে তারা ২৯৫ টি লোকসভা আসন পাচ্ছে। তবে বুথ ফেরত সমীক্ষার ফলাফল অনুযায়ী, দেশে ফের একবার ফিরতে পারে নরেন্দ্র মোদী সরকার। সবার নজর উত্তরপ্রদেশের দিকেও রয়েছে। উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসন রয়েছে। গত দু’টি নির্বাচনে এখানে বিজেপি জিতেছে। গত লোকসভা নির্বাচনে বিজেপি জোট পেয়েছিল ৬৪টি আসন। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে বিএসপি ১০টি, এসপি ৫টি এবং কংগ্রেস একটি আসন জিতেছিল।