প্রধানমন্ত্রীকে পরালেন ময়ূরের নকশার রাখী, ছাত্রীর স্বপ্ন প্রধানমন্ত্রী হওয়ার!

শনিবার প্রধানমন্ত্রীর বাসভবনে বিশেষভাবে পালিত হল রাখী বন্ধন উৎসব। এই উপলক্ষ্যে স্কুলের ছাত্রছাত্রী ও আধ্যাত্মিক সংগঠন ব্রহ্মা কুমারীর সদস্যরা উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra…

শনিবার প্রধানমন্ত্রীর বাসভবনে বিশেষভাবে পালিত হল রাখী বন্ধন উৎসব। এই উপলক্ষ্যে স্কুলের ছাত্রছাত্রী ও আধ্যাত্মিক সংগঠন ব্রহ্মা কুমারীর সদস্যরা উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাতে রাখী বাঁধেন।

ভ্রাতৃত্ব ও বোনত্বের ঐতিহ্যবাহী এই উৎসবে প্রধানমন্ত্রীকে হাসিমুখে সকলের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আজকের বিশেষ রাখী বন্ধন উদযাপনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে দেওয়া হল। আমাদের নারীশক্তির প্রতি তাদের অবিরাম আস্থা এবং স্নেহের জন্য কৃতজ্ঞতা।”

   

ভিডিওতে দেখা যায়, ছোট ছোট শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছে ও অনুভূতি ভাগ করে নিচ্ছে। কেউ তাঁকে ‘যোদ্ধা ও ত্রাণকর্তা’ বলে অভিহিত করেছে, কেউ আবার ‘অপারেশন সিন্দুর’-এর কথা উল্লেখ করেছে। এক ছাত্রী জানিয়েছে, সে ‘মোদী চাচা’-র জন্য ময়ূরের নকশার রাখী এনেছে; আরেকজন ভবিষ্যতে তাঁর মতো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নের কথা বলেছে।

Advertisements

উদযাপনের সময় প্রধানমন্ত্রী এক শিক্ষার্থীকে প্রশংসা করেন, যিনি তাঁর বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উল্লেখ একটি কবিতায় অন্তর্ভুক্ত করেছিলেন। পাশাপাশি তিনি দেশবাসীকে রাখী বন্ধনের শুভেচ্ছাও জানিয়েছেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News