বাইডেনের সঙ্গে চিন-বাংলাদেশ নিয়ে আলোচনা , মার্কিন সফরে মোদী

রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনের আড়ালে জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দুই নেতার মধ্যে। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা করার পাশাপাশি চতুর্দেশীয় অক্ষ ‘কোয়াড’-এর শীর্ষবৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও অনাবাসী ভারতীয়দের সভায় যোগ দেবেন তিনি। 

Advertisements

RG Kar Case: সাসপেন্ড করা হল টালা থানার ওসিকে!

   

আগামী ২১-২৩ সেপ্টেম্বরের আমেরিকার সফরে মোদীর কর্মসূচির মধ্যে রয়েছে ডেলাওয়ারের উইলমিংটনে চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’-এর শীর্ষবৈঠক। ভারত ছাড়াও আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া এই সামরিক অক্ষের শরিক।

সহযোদ্ধাদের সাহস জোগালেন কুণাল, দিলেন মন ভালো করা বার্তা

Advertisements

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রভাব প্রতিহত করতেই এই চতুর্থদেশীয় গোষ্ঠী তৈরি হয়েছে। বর্তমানে দক্ষিণ চিন সাগরে চিনের নৌ বাহিনীর আগ্রাসনে নিরাপত্তাহীনতায় ভুগছে ওই অঞলের একাধিক দেশ। সেই ইস্যুটি নিয়েও বাইডেনের সঙ্গে কথা হবে মোদীর।

বন্যা নিয়ে কেন্দ্রকে নিশানা করেই শুভেন্দু গড়ে পা রাখলেন মমতা

পাশাপাশি সন্ত্রাসবাদ বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা দুই রাষ্ট্রেনেতার মধ্যে।অন্যদিকে, রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনে প্রথমে বিদেশমন্ত্রী জয়শঙ্করের বক্তৃতা দেওয়ার কথা থাকলেও পরে প্রধানমন্ত্রীও ভাষণ দেবেন বলে জানা গিয়েছে। আগামীদিনে ভূ-রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ নিয়েই এবারের রাষ্ট্রসঙ্ঘের সম্মেলন সরগরম হতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল।