Tuesday, October 14, 2025
HomeBharatসন্ধে ৭:১৫ মিনিটে মোদীর শপথগ্রহণ, আমন্ত্রণ জানানো হল ৭০০০ মানুষকে

সন্ধে ৭:১৫ মিনিটে মোদীর শপথগ্রহণ, আমন্ত্রণ জানানো হল ৭০০০ মানুষকে

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রবিবার সন্ধে ঠিক ৭:১৫ মিনিট নাগাদ পুনরায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই শপথগ্রহণ অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে নানা গণ্যমান্য ব্যক্তিরা আসছেন এবং আসবেন। তবে এরই মাঝে প্রকাশ্যে এল বড় তথ্য। জানলে চমকে উঠবেন, নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ৭ হাজার মানুষকে।

Advertisements

রবিবার সন্ধে সতটা ১৫ মিনিটে শপথ নেবেন মোদী। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের আমন্ত্রণের একটি ছবি সামনে এসেছে। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচিত হন। এরপরই রাষ্ট্রপতির সামনে সরকার গঠনের দাবি তুলে ধরেন তিনি।

Advertisements

জানা গিয়েছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিশেলসের শীর্ষ নেতারা মোদীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জগন্নাথ এবং সিশেলসের প্রেসিডেন্ট ওয়াভেল রামখেলাওয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

অন্যদিকে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সর্বত্র কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দিল্লিকে নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে। ওড়ানো ড্রোন, প্যারাগ্লাইডিং নিষিদ্ধ করা হয়েছে। দিল্লিতে ৯-১০ জুন ১৪৪ ধারা বলবৎ থাকবে। রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তার জন্য পাঁচ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে। মোতায়েন থাকবে এনএসজি কম্যান্ডো, ড্রোন ও স্নাইপার।

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments